Dr. Anil Jain | |
---|---|
![]() | |
Member of Parliament, Rajya Sabha | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় 3 April 2018 | |
পূর্বসূরী | Alok Tiwari |
নির্বাচনী এলাকা | Uttar Pradesh |
President, The Bharat Scouts and Guides | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় November 2016 | |
পূর্বসূরী | Ashok Gehlot |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | Firozabad (Uttar Pradesh) |
রাজনৈতিক দল | Bharatiya Janata Party |
বাসস্থান | D-244, Anupam Garden, Saidullajab, New Delhi |
শিক্ষা | MBBS |
প্রাক্তন শিক্ষার্থী | King George Medical University, Lucknow |
জীবিকা | Laparoscopic Surgeon |
ওয়েবসাইট | http://draniljain.co.in |
অনিল জৈন একজন ভারতীয় সার্জন এবং রাজনৈতিক নেতা। তিনি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং বিজেপির হরিয়ানা ও ছত্তিশগড় ইউনিটের দায়িত্বে ছিলেন। তিনি ইন্টিগ্রেটেড ট্যালেন্ট ডেভেলপমেন্ট মিশন (ITDM ) এর [১][২] তিনি ২০২০ - ২০২৪ মেয়াদের জন্য অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন (AITA) এর সভাপতি নির্বাচিত হন।[৩]
২০০১ সালে জৈন ভারতীয় জনতা পার্টি সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। তাঁর রাজনৈতিক জীবন এখন পর্যন্ত নিম্নরূপঃ
২০০১-২০০২: সর্বভারতীয় যুগ্ম আহ্বায়ক, ডাক্তার সেল, বিজেপি
২০০২-২০০৭: সর্ব ভারতীয় আহ্বায়ক, ডাক্তার কোষ, বিজেপি
২০০৭-২০১৩: সদস্য, জাতীয় কার্যনির্বাহী, বিজেপি
সহ-ভারপ্রাপ্ত:
২০০৭-২০১০-উত্তরাখণ্ড
২০১১-২০১৩-জম্মু ও কাশ্মীর
২০১৩-বর্তমানঃ জাতীয় সম্পাদক, বিজেপি
সহ ইনচার্জ : হরিয়ানা[৪]