অনুপ কুমার (অভিনেতা)

অনুপ কুমার
জন্ম
কল্যাণ কুমার গাঙ্গুলী

১৯২৬
মৃত্যু২০ সেপ্টেম্বর ১৯৯৭
(বয়স ৭১)
পেশাঅভিনেতা, চিত্রশিল্পী
কর্মজীবন১৯৫০–১৯৯৫
আত্মীয়অশোক কুমার (ভাই)
সতী দেবী (বোন)
কিশোর কুমার (ভাই)

অনুপ কুমার (১৯২৬ - ২০ সেপ্টেম্বর ১৯৯৭) ছিলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি ৬৫টিরও অধিক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ছিলেন অভিনেতা অশোক কুমার ও গায়ক কিশোর কুমারের ভাই।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

অনুপ কুমার ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশ ও বেরার রাজ্যের খাণ্ডোয়ায় একটি হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন একজন আইনজীবী। চার ভাই-বোনের মধ্যে অনুপ কুমার ছিলেন দ্বিতীয়। বাকি তিনজন হলেন অশোক কুমার (জ্যেষ্ঠ), সতী দেবী এবং কিশোর কুমার (কনিষ্ঠ)।[]

অভিনয় জীবন

[সম্পাদনা]

অনুপ কুমার চলতি কা নাম গাড়ি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত।[]

তিনি এবং তার ভাই অশোক কুমার ১৯৯০ সালে দূরদর্শনের গোয়েন্দা ধারাবাহিক ভীম ভাওয়ানি-তে অভিনয় করেছিলেন।

মৃত্যু

[সম্পাদনা]

অনুপ কুমার ১৯৯৭ সালের ২০ সেপ্টেম্বর হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।[]

অভিনীত চলচ্চিত্র

[সম্পাদনা]
  • খিলাড়ি (১৯৫০)
  • গৌনা (১৯৫০)
  • বিদ্যাসাগর (১৯৫২)
  • ফিরদৌস (১৯৫৩)
  • সমাজ (১৯৫৪)
  • সজনী (১৯৫৬)
  • বান্দি (১৯৫৭) - মদন চৌবে
  • দেখ কবিরা রোয়া (১৯৫৭) - মোহন
  • শেরু (১৯৫৭)
  • জীবন সাথী (১৯৫৭)
  • চলতি কা নাম গাড়ি (১৯৫৮) - জগমোহন 'জগ্গু' শর্মা
  • লুকোচুরি (১৯৫৮) - অনুপ গাঙ্গুলি
  • ফ্যাশনেবল ওয়াইফ (১৯৫৯) - নটবর
  • নাই রাহেঁ (১৯৫৯)
  • চাচা জিন্দাবাদ (১৯৫৯) - রমেশ
  • নাচ ঘর (১৯৫৯)
  • জঙ্গলি (১৯৬১) - জীবন
  • ঝুমরু (১৯৬১) - রমেশ
  • ডার্ক স্ট্রিট (১৯৬১)
  • কিসমত পলট কে দেখ (১৯৬১)
  • ক্রোড়পতি (১৯৬১) - দিওয়ান হিম্মত রায়
  • বেজুবান (১৯৬১)
  • কাশ্মীর কি কলি (১৯৬৪) - চন্দর
  • ভিগি রাত (১৯৬৫) - কুঁওয়ার
  • বহু বেটি (১৯৬৫) - গুরুদাস
  • মহাভারত (১৯৬৫) - উত্তরার ভাই
  • শ্রীমান ফান্টুশ (১৯৬৫) - রঞ্জন
  • রাত ঔর দিন (১৯৬৭) - ড. কুমার
  • হাম দো ডাকু (১৯৬৭)
  • জব ইয়াদ কিসি কি আতি হ্যায় (১৯৬৭) - উস্তাদ
  • দিল ঔর মহব্বত (১৯৬৮) - অনুপ
  • আঁসু বন গায়ে ফুল (১৯৬৯) - শ্যাম রাও
  • প্রেম পূজারী (১৯৭০) - ট্রাক চালক
  • অমর প্রেম (১৯৭২)
  • ভিক্টোরিয়া নং ২০৩ (১৯৭২) - হবলদার মুরলী
  • রাখি ঔর হাতকড়ি (১৯৭২) - বিক্রম
  • অনহোনি (১৯৭২) - বন্দী
  • নির্মাণ (১৯৭৪) - সমীর
  • মজবুর (১৯৭৪) - ভীত বিমান যাত্রী (বিশেষ উপস্থিতি)
  • চোরি মেরা কাম (১৯৭৫) - কনস্টেবল
  • মুঠঠি ভর চাওয়াল (১৯৭৫)
  • কিতনে পাস কিতনে দূর (১৯৭৬)
  • এক সে বড়কর এক (১৯৭৬)
  • মৃগয়া (১৯৭৭)
  • প্রক্সি (১৯৭৭)
  • চোর কে ঘর চোর (১৯৭৮) - পুলিশ ইন্সপেক্টর
  • অনমোল তসবীর (১৯৭৮)
  • চোর হো তো অ্যায়সা (১৯৭৮) - হাবলদার
  • নিয়ত (১৯৮০) - বিশেষ উপস্থিতি
  • তুমহারে বিনা (১৯৮২) - মি. দিবাকর
  • চলতি কা নাম জিন্দেগি (১৯৮২)
  • ফর্জ কি কিমত (১৯৮৩)
  • কায়া পলট (১৯৮৩)
  • লাভ ম্যারেজ (১৯৮৪) - চৌরঙ্গী
  • ভিম বাওয়ানি (১৯৮৬) (টিভি চলচ্চিত্র)
  • গায়ক (১৯৮৭)
  • পরিবার (১৯৮৭) - দীনেশ
  • জওয়াব হাম দেঙ্গে (১৯৮৭) - জগমোহন, প্রসিকিউটিং অ্যাটর্নি
  • ক্লার্ক (১৯৮৭) - মুখার্জি
  • মমতা কি ছাওঁ মেঁ (১৯৮৯)
  • মৌত কি সাজা (১৯৯১)
  • দুশমন জমানা (১৯৯২)
  • আঁসু বনে অঙ্গারে (১৯৯৩)
  • সজন কা দরদ (১৯৯৫)
  • রক ড্যান্সার (১৯৯৫)

টেলিভিশন

[সম্পাদনা]
  • দাদা দাদি কি কাহানিয়াঁ (১৯৮৬)
  • এক রাজা এক রানী (১৯৯৬) - দোকানদার (বিশেষ উপস্থিতি)
  • ভীম ভবানী (১৯৯০) - ভবানী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "An event to remember Ashok, Anoop and Kishore Kumar"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  2. "Ashok Kumar: Lesser Known Facts"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  3. "Anoop Kumar: योडलिंग के गुरु कहे जाते थे अनूप कुमार, भाई किशोर कुमार जितना नहीं हो पाए मशहूर"Amar Ujala (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  4. "Actor Anup Kumar dead"m.rediff.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]