অনুপ্রাসধর্মী পদ

প্রাচীন ইংরেজি মহাকাব্য বেওউল্ফ অণুপ্রাসধর্মী পদ দ্বারা লিখিত।

ছন্দঃপ্রকরণে অণুপ্রাসধর্মী পদ হল পদের একধরনের গঠন, যা প্রধান গঠনের ক্ষেত্রে অণুপ্রাসের ব্যবহারে কবিতার লাইনের মাঝে ঐক্যসাধন ঘটায়। যেমন ছড়া বা শব্দাংশের রূপে থেকে ভিন্ন। অণুপ্রাসধর্মী পদের সবার্ধিক অধ্যয়ন ঐতিহ্য জার্মান ভাষার অনেক প্রাচীনতম সাহিত্যে পাওয়া যায়। প্রাচীন ইংরেজি মহাকাব্য বেউলফ, পাশাপাশি অন্যান্য অধিকাংশ প্রাচীন ইংরেজি কবিতা, প্রাচীন উচ্চ জার্মান মুসপিল্লি, ওল্ড স্যাক্সন হেলিন্দ, প্রাচীন নর্স পোয়েটিক ইডা এবং অনেক মধ্য ইংরেজি কবিতায় যেমন পিয়েরস প্লোম্যান, স্যার গাওয়াইন এন্ড দ্য গীন নাইট এবং আল্টারনেটিভ মর্তে আর্থুর ইত্যাদিতে অণুপ্রাসধর্মী পদ ব্যবহৃত হয়েছে।[]

  1. The Poetic Edda is just an example. The entire Old Norse poetic corpus is alliterative, and alliterative poetry is alive in Modern Icelandic: e.g., Disneyrímur by Þórarinn Eldjárn. Many people compose stanzas and poems for their amusement using the rímur meters, an example being Unndórs rímur by an anonymous author.

গ্রন্থ তালিকা

[সম্পাদনা]
  • Bostock, J.K., revised by K.C.King & D.R.McLintock (১৯৭৬)। "Appendix on Old Saxon and Old High German Metre"। A Handbook on Old High German Literature। Oxford University Press। 
  • Cable, Thomas (১৯৯১)। The English Alliterative Tradition। University of Pennsylvania Press। 
  • Fulk, Robert D. (১৯৯২)। A History of Old English Meter। University of Pennsylvania Press। 
  • Godden, Malcolm R. (১৯৯২)। "Literary Language"। Hogg, Richard M.। The Cambridge History of the English Language। Cambridge: Cambridge University Press। পৃষ্ঠা 490–535। 
  • Russom, Geoffrey (১৯৯৮)। Beowulf and Old Germanic Metre। Cambridge University Press। 
  • Sievers, Eduard (১৮৯৩)। Altgermanische Metrik। Niemeyer। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]