অনুরাধাপুর জেলা අනුරාධපුර දිස්ත්රික්කය அனுராதபுரம் மாவட்டம் | |
---|---|
প্রশাসনিক জেলা | |
অনুরাধাপুর জেলাকে শ্রীলঙ্কার মানচিত্রে হাইলাইট করা হয়েছে | |
স্থানাঙ্ক: ৮°২০′ উত্তর ৮০°৩০′ পূর্ব / ৮.৩৩৩° উত্তর ৮০.৫০০° পূর্ব | |
দেশ | শ্রীলঙ্কা |
প্রদেশ | উত্তর মধ্যাঞ্চল প্রদেশ |
বৃহত্তম শহর | অনুরাধাপুর |
বিভাগ | তালিকা |
সরকার | |
• জেলা সচিব | আর এম ওয়ান্নায়েকে |
আয়তন | |
• মোট | ৭,১৭৯ বর্গকিমি (২,৭৭২ বর্গমাইল) |
• স্থলভাগ | ৬,৬৬৪ বর্গকিমি (২,৫৭৩ বর্গমাইল) |
• জলভাগ | ৫১৫ বর্গকিমি (১৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১২)[১] | |
• মোট | ৮,৫৬,২৩২ |
• জনঘনত্ব | ১২০/বর্গকিমি (৩১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | শ্রীলঙ্কা (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | এলকে-৭১ |
ওয়েবসাইট | ds.gov.lk/dist_anuradhapura |
অনুরাধাপুর (সিংহলি: අනුරාධපුර දිස්ත්රික්කය, তামিল: அனுராதபுரம் மாவட்டம்) হলো উত্তর মধ্যাঞ্চল প্রদেশ, শ্রীলঙ্কার একটি জেলা। এর আয়তন ৭,১৭৯ কিমি২।
২০০১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ছিল ৭৪৫,৬৯৩ জন। যাদের মধ্যে ৯০.৭% সিংহলী, ৮.৩% শ্রীলঙ্কান মুর, ০.৭% স্থানীয় শ্রীলঙ্কান তামিল এবং ০.১% ভারতীয় বংশোদ্ভূত তামিল। জনসংখ্যার ৯০% বৌদ্ধ, ৮.৪% মুসলিম, ১.১% খ্রিস্টান এবং ০.৫% হিন্দু। [২]
বিভাগীয় সচিবালয় জেলা থেকে পরবর্তী প্রশাসনিক বিভাগ গঠন করে।