বৌদ্ধধর্ম |
---|
এর ধারাবাহিক নিবন্ধের অংশ |
অনুরাধাপুর মহাবিহার হলো শ্রীলঙ্কার থেরবাদীদের জন্য গুরুত্বপূর্ণ মহাবিহার। রাজা দেবনম্পিয়তিস্স তার রাজধানী অনুরাধাপুরে এটি প্রতিষ্ঠা করেন।[১] থেরবাদ মতবাদের কেন্দ্রবিন্দুতে থাকা বুদ্ধঘোষ ও ধম্মপালের মত সন্ন্যাসীরা, ত্রিপিটক ও বিশুদ্ধিমগ্গের মত গ্রন্থের ভাষ্য রচনা করেন, এবং এখানে থেরবাদী মহাবিহারীয় গোঁড়ামি প্রতিষ্ঠা করেন। মহাবিহারে বসবাসরত সন্ন্যাসীদের মহাবিহারবাসী হিসাবে উল্লেখ করা হয়।
পঞ্চম শতাব্দীতে, মহাবিহার সম্ভবত দক্ষিণ বা পূর্ব এশিয়ার সবচেয়ে পরিশীলিত বিশ্ববিদ্যালয় ছিল। অনেক আন্তর্জাতিক পণ্ডিত অত্যন্ত কাঠামোগত নির্দেশের অধীনে অনেক শৃঙ্খলা পরিদর্শন করেছেন ও শিখেছেন।[২]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |