অন্তরা বিশ্বাস

মোনালিসা
২০২২ সালে মোনালিসা
জন্ম
অন্তরা বিশ্বাস

নভেম্বর ২১, ১৯৮২[]
অন্যান্য নামমোনালিসা
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীবিক্রান্ত সিং রাজপুত (বি. ২০১৭)

অন্তরা বিশ্বাস হলেন একজন বাঙালি অভিনেত্রী। তিনি পর্দায় মোনালিসা নামে অভিনয় করেন। তিনি প্রধানত ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি, বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলুগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি আজ পর্যন্ত ১০০টির বেশি ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বিগ বসের দশম সংস্করণে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

অন্তরা বিশ্বাসের জন্ম দক্ষ‌িণ কলকাতার এক বাঙালি পরিবারে।[] এরপর তিনি জুলিয়েন স্কুলে পড়াশুনো করেন। তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক হন।

অভিনয় জীবন

[সম্পাদনা]

তিনি বিভিন্ন সল্প বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি প্রথমে ওড়িয়া ভাষার টেলিভিশন অভিনেত্রী ও মডেল হিসাবে কাজ করেছেন। এরপর তিনি অজয় দেবগনসুনীল শেট্টির সঙ্গে ব্লাকমেইল নামে একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি তওবা তওবা নামে একটি তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। কন্নড় ভাষার জ্যাকপট চলচ্চিত্রেও তাকে অভিনয় করতে দেখা গেছে।[] দ্য হিন্দু পত্রিকা তাকে ভোজপুরি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (রিঙ্কু ঘোষের সঙ্গে) হিসাবে বর্ণনা করেছে।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০১৭ সালের ১৭ জানুয়ারি তিনি "বিগ বস ' এর বাড়িতে তার প্রেমিক ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত কে বিয়ে করেছিলেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর নাম ভূমিকা ভাষা উৎস
১৯৯৭ জয়তি আরতি হিন্দি
১৯৯৮ 'হামাম ফাই আমস্টারডাম' ওড়িয়া
১৯৯৯ "হে শ্রীরাম" রিমা দাস ওড়িয়া
২০০১ দমন (চলচ্চিত্র) আইটেম গান হিন্দি
২০০২ রং নম্বর ওড়িয়া
২০০৩ টপ সম্রাট বাংলা বাংলাদেশী সিনেমা[]
২০০৪ অধিকার বাংলা
২০০৪ মহড়া বাংলা বাংলাদেশী সিনেমা[]
২০০৪ তওবা তওবা রুবিনা হিন্দি
২০০৪ "আব বাস!" বিশেষ চরিত্র হিন্দি
২০০৫ "এক হাই ভুল" তানভি হিন্দি
২০০৫ জলওয়া: প্রেমকা মজা মনিশা ত্রিপতি/তানিয়া 'চিংকি' হিন্দি
২০০৫ জ্যাকপট লায়লার কন্নড
২০০৫ বটি ও বাবলি নর্তকী হিন্দি
২০০৫ ব্ল্যাকমেইল আইটেম মেয়ে হিন্দি
২০০৫ 'ববি: প্রেম অ্য়া‌ন্ড‌ কামনা' ববি ডি কোস্টা হিন্দি
২০০৬ 'হাফ ফ্রাই হায়দরাবাদী' হিন্দি
২০০৭ "লাভ গুরু" হিন্দি
২০০৭ কাফিলা নীহারিকা হিন্দি
২০০৭ জাগাদাম রাম পোথিনেনি্র সাথে আইটেম গার্ল তেলুগু
২০০৮ "এনকাউন্টার দিনাইয়াক" কন্নড়
২০০৮ মানি হায় তো মধু হায় মনিষ সারিফের স্ত্রী মো হিন্দি
২০০৮ ভাথিয়ার তামিল
২০০৮ নাগারাম তেলুগু
২০০৮ সিলাম্বাত্তাম তামিল
২০০৯ বোনি তেলুগু
২০১০ 'টু দা লন্ডন কলিং' ' সোনিয়া/উর্বশী হিন্দি
২০১০ "এক চাতুর নায়ার" হিন্দি
২০১০ 'রয়্যাল উৎসব' হিন্দি
২০১০ হ্যামিলটন প্যালেস হিন্দি
২০১০ 'খোবসুরত - দ্য সৌন্দর্য' হিন্দি
২০১০ "মেরি লাইফ মেইন উস্কানি ওয়াইফ" দিপাল হিন্দি
২০১০ আতঙ্ক (২০১০-এর চলচ্চিত্র) বাংলা
২০১১ 'খবসুরত নওকরণী' হিন্দি
২০১১ বাবলু তেলুগু
২০১১ 'কধালুকু মারানামিলাই' ' তামিল
২০১২ 'এন ইয়ার কুমারাসামি' ' তামিল
২০১৮ দুলান চাহি পাকিস্তান সে ২ ভোজপুরি

ভোজপুরি চলচ্চিত্র

[সম্পাদনা]
  • ভোল শংকর (২০০৮)
  • 'খাতাইলাল মিথিলাল' (২০০৮)
  • "কাহ জাইবা রাজা নাজরিয়া লাদাইকে" (২০০৮)
  • "তু বাবুয়া হামার" (২০০৮)
  • 'শ্রীরাম চালক বাবু' (২০০৭)
  • হো গনি দেওয়ানা তোরারা পিয়ার মি (২০০৯)
  • "কাহান জাইবা রাজা নাজারিয়া লাদাই কে" (২০০৯)
  • 'হুম বাহুবালী' '(২০০৯)
  • "দুলা আলবেলা" (২০০৯)
  • 'রণভূমি' (২০০৯)
  • "প্রতিগী" (২০০৯) - আইটেম সং "লেহরিয়া লুতা এ রাজা"
  • "হুম হাই খলনায়ক" (২০০৯)
  • "সিন্ধু দ্যান" (২০০৯)
  • "জেড মেইন বালমা পাইরা লেজ" (২০০৯)
  • 'সাহার ওয়ালী জান মারেলি' (২০০৯)
  • "এক আর কুরুক্ষেত্র" (২০১০)
  • "তু জান হা হা হামার" (২০১০)
  • "ধর্মমত" (২০১০)
  • "নাথুনিয়া পে গলি মারে" (২০১০)
  • "ভজপুরিয়া ডন" (২০১০)
  • "রঙ্গবাজ দারোগা" - আঞ্চলাল (২০১০)
  • "নীনহাল" (২০১০)
  • "সাত সাহহিয়া" (২০১০)
  • দেবরা বাদা সাতভেলা (২০১০)
  • দেবরা ভায়েল দেওয়ানা (২০১৪)
  • "মৃত্তিকাজে" (২০১০) (বিশেষ উপস্থিতি)
  • "লোফার" (২০১০)
  • "কুনুন হামরা মুথী মেইন" (২০১০)
  • "দারার" (২০১০)
  • "মোরা বালমা চেল চিবিলা" (২০১১)
  • "আপনে বেগনে" (২০১১)
  • 'আখরিস্তা' (২০১১)
  • "বারুদ" (২০১১)
  • "দ্য গ্রেট হিরো হিরালাল" (২০১১)
  • "গুন্ডাইরাজ" (২০১১)
  • লাদাই লা আখিযান এ লৌন্দে রাজা (২০১১)
  • "কার্তভ্য" (২০১১)
  • "হামার দেবদাস" (২০১১)
  • ভাইয়া হামর দিওয়ান (২০১২)
  • "মেহরারু বিনা জাতীয় কৈশ কটি" (২০১২)
  • "ডাকাত" (২০১২)
  • "খদ্দার" (২০১২) - সুনিতা
  • "নাগিন" (২০১২)
  • "খুন পাসিনা" (২০১২)
  • "মেহরারু বিনা রীতি কাসি কাটি" (২০১২)
  • এলান ই জং (২০১২)
  • "দবানং মোর বালমা" (২০১৩)
  • "রঙ্গ দে পয়ার কে রং রং" (২০১৩)
  • জান লেবু ক হো (২০১৩)
  • "বানারসওয়ালী" (২০১৩)
  • "প্রতিবাদ" (২০১৩)
  • 'দেশ পারদেশ' (২০১৩)
  • "কসম ওয়ারদি কে" (২০১৩)
  • "বিভি নং 1" (২০১৩)
  • "লাগ সানেহিয়া কে দোর" (২০১৩)
  • সালা মুইন টু সাহেব বান গায় (২০১৩)
  • "জীদী আশিক" (২০১৩)
  • 'সাভারিয়ানটস লাগি কৈসী লোগান '(২০১৩)
  • "মাটি প্রীতি জগাওয়ালে" (২০১৩)
  • জেনারের (২০১৩)
  • "ইশক ক মঞ্জান ঘাইস হাই পিয়া" (২০১৩)
  • "গুমরাহ" (২০১৩)
  • "ইজাজাত" (২০১৩)
  • "ছাম্মিয়া ভেলওয়ালী" (২০১৩)
  • "জীবন যুধ" (২০১৩)
  • "খুন বড়ি মাং" (২০১৩)
  • "সায়ান ভিলান পারদশিয়া" (২০১৩)
  • 'জোডি নং 1' '(২৯১৩)
  • 'গোলাম' (২০১৩)
  • "মিতা দেব রাওয়ানরাজ" (২০১৩)
  • "বুধওয়া ত্মতমওয়ালা" (২০১৩)
  • লাগল বা পয়ার কে বুখার (২০১৩)
  • "তসলি বিন সুনা আংগানওয়া" '(২০১৩)
  • "গঙ্গা পুত্রা" (২০১৩)
  • চেদি গঙ্গা কিনেওয়ালা (২০১৩)
  • 'নাতাওয়ার লাল' (২০১৩)
  • "এক নিহতের" (২০১৩)
  • পকেট গ্যাংস্টার (২০১৫)
  • "রাঠ ভূমি" (২০১৫)
  • "প্রেম লীলা" (২০১৫)
  • "সায়ান তুফানি" (২০১৫)
  • সুহাগ (২০১৫)
  • 'রক্ষভূমি' (২০১৫)
  • সরকার রাজ (২০১৭)
  • "জয় শ্রী রাম" (২০১৭)
  • দুলান চাহি পাকিস্তান সে ২ (২০১৮)

ওয়েব সিরিজ

[সম্পাদনা]
বছর নাম ভূমিকা ভাষা তথ্যসূত্র
২০১৮ দুপুর ঠাকুরপো ২ ঝুমা বৌদি বাংলা

টেলিভিশন

[সম্পাদনা]
বছর নাম ভূমিকা নোট
২০১৬ কমেডি নাইট বাচাও সেলিব্রিটি অতিথি রানী চ্যাটার্জীএর সাথে
২০১৬ বিগ বস ১০ সেলিব্রিটি প্রতিযোগী ৬ ষষ্ঠ‌ স্থান, নির্বাসন দিন ৯৭
২০১৭ নাচ বালিয়ে ৮ সেলিব্রিটি প্রতিযোগী বিক্রান্তএর সাথে
২০১৭ "কমেডি দাঙ্গাল" প্রতিযোগী নেহা পেনসেস এবং সুরি জ্যোতিএর সাথে
২০১৮-২০২০ 'নজর' মোহনা (ডাইনী )

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bigg Boss 10 November 21, episode 36 update: Manu's surprise for his 'good friend' Mona Lisa on her birthday"The Times of India (ইংরেজি ভাষায়)। ২০১৬-১১-২১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩ 
  2. "Just In: Bhojpuri actress Antara Biswas aka Monalisa in 'Bigg Boss ..." 
  3. "Antara Biswas"Indiatimes। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬ 
  4. "Understanding love"The Hindu। ১৬ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬ 
  5. "Bhojpuri cinema edges its way to success"The Hindu। IANS। ২৮ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬ 
  6. Mulla, Zainab (২০১৭-০১-১৮)। "Bigg Boss 10: Monalisa and Vikrant Singh Rajpoot are married! View exclusive wedding and mehndi pictures & video!"India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৪ 
  7. "টপ সম্রাট (Top Samrat)"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩ 
  8. "মহড়া (Mohora) - বাংলা মুভি ডেটাবেজ | Bangla Movie Database"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]