অন্তহীন... | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | অনিরুদ্ধ রায়চৌধুরী |
প্রযোজক | জিৎ ব্যানার্জি অনিরুদ্ধ রায়চৌধুরী ইন্দ্রাণী মুখার্জি |
রচয়িতা | শ্যামল সেনগুপ্ত |
শ্রেষ্ঠাংশে | রাধিকা আপ্টে রাহুল বসু মিতা বশিষ্ঠ অপর্ণা সেন শর্মিলা ঠাকুর |
সুরকার | শান্তনু মৈত্র |
চিত্রগ্রাহক | অভিক মুখোপাধ্যায় |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
পরিবেশক | মুম্বাই মন্ত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অন্তহীন... অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ২০০৯ সালের বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাধিকা আপ্টে, রাহুল বসু, মিতা বশিষ্ঠ, অপর্ণা সেন, কল্যাণ রায় ও শর্মিলা ঠাকুর।[১]
চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৩শে জানুয়ারি মুক্তি পায়। এটি ৫৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র-সহ চারটি বিভাগে পুরস্কৃত হয়।[২]
চলচ্চিত্রের চিত্রগ্রহণ হয় কলকাতায়। রাহুল বসু ও শর্মিলা ঠাকুর বিনা পারিশ্রমিকে কাজ করেন এবং সুরকার শান্তনু মৈত্র এই চলচ্চিত্রের সুরায়োজন করার জন্য তার পারিশ্রমিক কমান।[৩]
চলচ্চিত্রটির সুর করেন শান্তনু মৈত্র। গীত লিখেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য এবং গানে কণ্ঠ দেন শান, বাবুল সুপ্রিয়, শ্রেয়া ঘোষাল, শ্রীকান্ত আচার্য, অন্তরা চৌধুরী ও প্রণব বিশ্বাস।
সকল গানের গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য; সকল গানের সুরকার শান্তনু মৈত্র।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "অন্তহীন" | শান | ৮:৫৫ |
২. | "ভিনদেশী তারা" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | |
৩. | "যাও পাখি" | শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাস | ৫:২৫ |
৪. | "মুঠোর রুমাল" | অন্তরা চৌধুরী ও শ্রীকান্ত আচার্য | ৬:০৫ |
৫. | "ফেরারী মন" | শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয় | ৬:৫০ |
৬. | "সকাল আসে না" | শ্রেয়া ঘোষাল | ৩:৩২ |
দ্য টাইমস অব ইন্ডিয়া এক পর্যালোচনায় চলচ্চিত্রটিকে ৩/৫ রেটিং প্রদান করে এবং অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনা, অভিক মুখোপাধ্যায়ের চিত্রগ্রহণ, অভিনয়শিল্পীদের দুর্দান্ত অভিনয় ও শান্তনু মৈত্রের সঙ্গীতের প্রশংসা করে।[৪] ফিল্ম কম্প্যানিয়ন-এর স্নেহা ব্যানার্জি লিখেন, "মানুষের পছন্দ যেমন আলোকচিত্র, মেঘমালা বা মানুষের সম্পর্কের মধ্যে আপস করার প্রতীক্ষা নিয়ে স্তুপীকৃত কথোপকথের উপর এই চলচ্চিত্রটির শৈল্পিকতা নিহিত। এর সাথে যুক্ত হয়েছে শান্তনু মৈত্রের অসাধারণ সঙ্গীত, যা চরিত্র ও গল্পকে বিরামহীনভাবে এক সুতোয় গেঁথে রাখে।"[৫]