অন্নু কাপুর | |
---|---|
হিন্দি: अन्नू कपूर | |
![]() ২০১৬ সালে অন্নু কাপুর | |
জন্ম | অনিল কাপুর ২০ ফেব্রুয়ারি ১৯৫৬ |
মাতৃশিক্ষায়তন | রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ১৯৭৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ৪ |
আত্মীয় | ওম পুরী (বোনাই) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
ওয়েবসাইট | annukapoor |
অন্নু কাপুর (জন্ম: অনিল কাপুর; ২০ ফেব্রুয়ারি ১৯৫৬)[ক] একজন ভারতীয় অভিনেতা, সঙ্গীতশিল্পী, পরিচালক, রেডিও ডিস্ক জকি ও টেলিভিশন উপস্থাপক। ৪৫ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি এক শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ৯২.৭ বিগ এফএমে প্রচারিত সুহানা সফর উইথ অন্নু কাপুর নামে একটি বেতার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।[৫] তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি আইফা পুরস্কার, একটি স্ক্রিন পুরস্কার ও দুটি ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।