ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | টেমপ্লেট:ভারতীয় | |||||||||||||||||||||||
জন্ম | মীরাট, উত্তর প্রদেশ | ২৮ আগস্ট ১৯৯২|||||||||||||||||||||||
উচ্চতা | ১.৬৫ মি (৫ ফু ৫ ইঞ্চি) | |||||||||||||||||||||||
ওজন | ৬৩ কেজি (১৩৯ পা) (2014) | |||||||||||||||||||||||
ক্রীড়া | ||||||||||||||||||||||||
ক্রীড়া | ট্র্যাক আন্ড ফিল্ড | |||||||||||||||||||||||
বিভাগ | বর্শা নিক্ষেপ | |||||||||||||||||||||||
দল | ভারত | |||||||||||||||||||||||
সাফল্য ও খেতাব | ||||||||||||||||||||||||
ব্যক্তিগত সেরা | ৬৩.২৪ মিটার (পাতিয়ালা ২০২১) NR | |||||||||||||||||||||||
পদকের তথ্য
|
অন্নু রানী (জন্ম ২৮শে আগস্ট, ১৯৯২ সালে মিরাট[১]) একজন ভারতীয় বল্লম নিক্ষেপকারী এবং বর্তমান জাতীয় রেকর্ড ধারক.[২] তিনি অলিম্পিক গোল্ড কোয়েস্ট নামক সমাজসেবী প্রতিষ্ঠান দ্বারা সমর্থিত এবং ভারতের ক্রীড়াক্ষেত্রের এক উজ্জ্বল মুখ।
২০১৪ সালে জাতীয় আন্তঃ-রাজ্য প্রতিযোগিতায় ৫৮.৮৩ মিটার (১৯৩ ফুট) দূরে বল্লম নিক্ষেপ করে তিনি গুরমীত কৌর-এর জাতীয় রেকর্ড ভেঙে দেন।[৩] এই রেকর্ডের ফলে তিনি ২০১৪ সালের কমনোওয়েলথ গেমসের জন্যে যোগ্যতা অর্জন করেন যদিও গেমসে ৫৬.৩৭ মিটার দূরে নিক্ষেপ করে অষ্টম স্থান পান। সেই বছরেই ইঞ্ছেয়নে আয়োজিত এশিয়ান গেমসে ৫৯.৫৩ মিটার নিক্ষেপ করে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন এবং জাতীয় রেকর্ডকে উন্নত করেন। ২০১৯ সালে পাতিয়ালায় আয়োজিত মিটে তিনি ৬২.৩৪ মিটার নিক্ষেপ করেন; এটিই তার সেরা এবং জাতীয় রেকর্ড।