অবতারবাদ

অবতরবাদ হচ্ছে এক ধরনের মতবাদ যেখানে সৃষ্টিকর্তা[] মানবকুলকে সঠিক পথে পরিচালিত করার উদ্দেশ্যে মাঝে মাঝে মানুষ বা অপর কোন জাগতিক রুপ নিয়ে বা অবতার হয়ে পৃথিবীতে আবির্ভূত হন। অন্যভাবে বলতে গেলে মানুষ বা জাগতিক কোন প্রানীকে সকল দোষ ত্রুটির ঊদ্ধে এবং সর্বজ্ঞ ও মহাক্ষমতার অধিকারী হিসাবে বিবেচনা করার নাম অবতারবাদ। যারা এই মতবাদে বিশ্বাস করে তাদের অবতারবাদের অনুসারী বলা হয়।

উদাহরণ

[সম্পাদনা]

হিন্দুরা শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে।

খ্রিস্টানরা যীশুকে[]

যুগে যুগে রাজনৈতিকভাবে এই অবতারবাদকে ব্যবহার করা হয়েছে কোন নেতা বা রাজাকে তাদের অনুসারীরা সকল দোষ ত্রুটির ঊদ্ধে এবং সর্বজ্ঞ ও মহাক্ষমতার অধিকারী হিসাবে বিবেচনা করে অন্ধ অনুসরণ করত এবং অনেক সময় সৃষ্টিকর্তা আসনে বসিয়ে পুজাও করতো, এধরনের অন্ধ অনুসারীদেরকে অবতারবাদের অনুসারী হিসাবে বিবেচনা করা হয়। এ ধরনের নেতা বা রাজাকেও অবতার হিসাবে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ"www.ramakrishnavivekananda.info। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১৯ 
  2. হারুনুর, রশীদ (১৯৯৯)। রাজনীতিকোষ। ৩৯ বাংলাবাজার, ঢাকা: আহমেদ মাহমুদুল হক। পৃষ্ঠা ৩১। আইএসবিএন 9844101255