অভয় ভাকিল | |
---|---|
জন্ম | [১] মুম্বাই, ভারত | ২৯ অক্টোবর ১৯৫০
মৃত্যু | ২ নভেম্বর ২০২১ মুম্বাই, ভারত | (বয়স ৭১)
শিক্ষা | মুম্বাই বিশ্ববিদ্যালয় সিরাকিউজ বিশ্ববিদ্যালয় |
পেশা | অ-নির্বাহী পরিচালক, এশিয়ান পেইন্টস লিমিটেড |
সন্তান | ৩ |
অভয় অরবিন্দ ভাকিল (১৯৫১-২০২১) ছিলেন একজন ভারতীয় ধনকুবের ব্যবসায়ী, এবং ভারতের বৃহত্তম পেইন্ট কোম্পানি এশিয়ান পেইন্টস লিমিটেডের একজন অ-নির্বাহী পরিচালক। [২][৩] ২০২১ সালের অক্টোবর পর্যন্ত, তার মোট সম্পদের পরিমাণ ৬.২৫ বিলিয়ন মার্কিন ডলার। [৪] ভাকিল ১০০ জন ধনী ভারতীয়দের মধ্যে ছিলেন। [৫]
ভাকিলের জন্ম ১৯৫১ সালে মুম্বাইয়ে। তার বাবা অরবিন্দ ভাকিল ছিলেন এশিয়ান পেইন্টস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতাদের একজন। ভাকিল মুম্বাই ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে আরেকটি বিএস সম্পন্ন করেন। [৬] ভাকিল ১৯৭৪ সালে তার পারিবারিক ব্যবসা এশিয়ান পেইন্টসে যোগ দেন। [৭]
ভাকিল বিবাহিত, তিন সন্তানের জনক এবং মুম্বাইতে থাকতেন। তার ছেলে বিবেক ভাকিল ব্যবসা করেন। [৮] তিনি ২ নভেম্বর ২০২১ সালে মারা যান। [৯]