অভিনব বিন্দ্রা

অভিনভ সিং বিন্দ্রা
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1982-09-28) ২৮ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ৪২)[]
দেরাদুন, উত্তরাখণ্ড, ভারত
শিক্ষাবিবিএ
মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠানদ্য ডন স্কুল
সেন্ট স্টিফেন স্কুল, চন্ডীগড়
কলোরাডো বিশ্ববিদ্যালয়
পেশাক্রীড়াব্যক্তিত্ব (শ্যুটার)
উচ্চতা১৭৩ সেমি (৫ ফু ৮ ইঞ্চি) (আগস্ট ২০১১-এর হিসাব অনুযায়ী)
ওজন৬৫.৫ কেজি (১৪৪ পা) (আগস্ট ২০১১-এর হিসাব অনুযায়ী)
পিতা-মাতাApjit Bindra
Babli Bindra

অভিনভ সিং বিন্দ্রা (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৮২) দেরাদুনে জন্মগ্রহণকারী[] এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী একজন ভারতীয় শ্যুটার। তিনি সাধারণত ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। বিন্দ্রা ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেন।[] এটি ছিল ১৯৮০ সালের পরে ভারতের প্রথম স্বর্ণ জয়, তখন পুরুষ ফিল্ড হকি দল স্বর্ণ পদক জিতেছিল।[][] তিনি একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ, যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমস উভয় প্রতিযোগিতায় একইসময়ে স্বর্ণ জিতেছে। ২০০৮ বেইজিং গেমসের আগে ২০০৬ আইএসএসএফ বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিল। এছাড়া বিন্দ্রা ২০১৪ কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছে।

কর্মজীবন

[সম্পাদনা]

প্রাথমিক বছর

[সম্পাদনা]

বিন্দ্রা ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর পাঞ্জাবি শিখ পরিবারে জন্মগ্রহণ করে।[] তার শিক্ষা জীবন শুরু হয় দ্য ডন স্কুলে। দুই বছর পর সেখান থেকে চন্ডীগড়ের সেন্ট স্টিফেন স্কুলে ভর্তি হয় এবং ২০০০ সালে স্টিফেন থেকেই গ্রাজুয়েট সম্পন্ন করে।[][]

উল্লেখযোগ্য আন্তর্জাতিক কর্ম

[সম্পাদনা]

১৫ বছর বয়সে বিন্দ্রা ১৯৯৮ কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে, যা ছিল গেমসের ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ ক্রীড়াবিদ। ২০০১ মিউনিখ বিশ্ব কাপে সে নতুন যুব রেকর্ড নিয়ে ব্রোঞ্জ পদক জিতে, তার স্কোর ছিল ৫৯৭/৬০০। এছাড়া বিন্দ্রা ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকেরও সবচেয়ে কনিষ্ঠ অংশগ্রহণকারী ছিল।

২০০১ সালের মধ্যে সে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ পদক জিতে। ২০০০ সালে বিন্দ্রা অর্জুন পুরস্কার এবং ২০০১ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়।

সে ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে এয়ার রাইফেল বিভাগে পুরুষদের দ্বৈত ইভেন্টে স্বর্ণ পদক জিতে। এছাড়া সে ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য পদক জিতেছিল।

২০০৪ এথেন্স অলিম্পিকে বিন্দ্রা অলিম্পিক রেকর্ড ভঙ্গ করার সত্বেও কোন পদক জিততে পারেনি। বাছাইপর্বে তিনি ৫৯৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিলেন, যাতে কিনান জু (৫৯৯ নতুন অলিম্পিক রেকর্ড) প্রথম এবং ও লি জি (৫৯৮) দ্বিতীয় স্থানে ছিল। ফাইনালে, অভিনভ ৯৭.৬ পয়েন্টে শেষ করেন এবং তিনি ছিলেন একমাত্র খেলোয়াড় যার পয়েন্ট ছিল ১০০ এর নিচে। ফাইনালের তার এ ফল তাকে তৃতীয় থেকে সপ্তম স্থানে নেমে আনে।[]

২৪ জুলাই ২০০৬ সালে, বিন্দ্রা প্রথম ভারতীয় শ্যুটার হিসাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতে। এর আগে ১৯৬২ সালে কারনি সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন।

২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসে দ্বৈত বিভাগে স্বর্ণ ও একক বিভাগে ব্রোঞ্জ পদক জিতেন। বিন্দ্রা ইনজুরির কারণে দোহায় অনুষ্ঠিত ২০০৬ এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারেনি।

ব্যবসা কর্মজীবন

[সম্পাদনা]

অভিনভ বিন্দ্রা যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[] বর্তমানে তিনি অভিনভ ফারটুরিস্টিক্স এর সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন, যা ভারতে ওয়ালথার অস্ত্রের একমাত্র পরিবেশক।

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]
২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের জন্য প্রাপ্ত পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Athlete Biography: Abhinav Bindra. The official website of the Beijing 2008 Olympic Games.
  2. India Best21 (২৩ জুন ২০১৬)। "List of India's best Sportspeople"। IndiaBest21। ৩০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬ 
  3. Abhinav Bindra wins 10m air rifle gold
  4. Medalists – India, The official website of the Beijing 2008 Olympic Games
  5. "CWG 2010 Shooting | Abhinav Bindra Profile | India Hopes Medal | Commonwealth Games | Delhi – Oneindia News"। News.oneindia.in। ২৮ সেপ্টেম্বর ২০১০। ৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১১ 
  6. "Abhinav Bindra's schools – India"BBC News। ২৬ জুলাই ২০১০। 
  7. http://www.tribuneindia.com/2008/20080812/main4.htm
  8. "Bindra finishes seventh"। Rediff। ১৬ আগস্ট ২০০৪। ২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০০৮ 
  9. Ganguly, Madhumita (১২ আগস্ট ২০০৮)। "Abhi-nerve cures a nation's yellow fever"। Calcutta, India: The Telegraph। ১৬ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৮ 
  10. Padma Awards-2009

বহিঃসংযোগ 

[সম্পাদনা]
অলিম্পিক গেমস
পূর্বসূরী
সুশীল কুমার
 ভারত এর পতাকাবাহী
রিও দি জেনেরিও ২০১৬
উত্তরসূরী
Incumbent

টেমপ্লেট:Olympic Champions Shooting AR60