অমিতাভ ভট্টাচার্য | |
---|---|
জন্ম | |
পেশা | গীতিকার, সঙ্গীতশিল্পী |
অমিতাভ ভট্টাচার্য একজন ভারতীয় গীতিকার ও নেপথ্য কণ্ঠশিল্পী। তিনি উত্তর প্রদেশে জন্মগ্রহণ করলেও তার পরিবার কিন্তু বাঙালি জাতিসত্তার অধিকারী। অমিতাভ হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি দেব.ডি (২০০৯) চলচ্চিত্রে কাজ করে খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রটির "ইমোশনাল অত্যাচার" নামক গানটি মুক্তি লাভ করার সাথে সাথে দর্শকপ্রিয়তা লাভ করে।[১] তখন থেকেই তিনি বলিউডের বিভিন্ন ধরনের চলচ্চিত্রের জন্য গান লিখে যাচ্ছেন এবং নিজে কিছু গান গেয়েছেনও।[২][৩]
অমিতাভ আই এম (২০১০) চলচ্চিত্রের "আগার জিন্দগি" গানের জন্য শ্রেষ্ঠ গীত বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬)-এর "চন্না মেরেয়া", জগ্গা জাসুস (২০১৭)-এর "উল্লু কা পট্টা", ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা (২০২২)-এর "কেসরিয়া", ও জরা হটকে জরা বচকে (২০২৩)-এর "তেরে বাস্তে" গানের জন্য চারবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি চারটি আইফা পুরস্কার, দুটি জি সিনে পুরস্কার ও দুটি স্ক্রিন পুরস্কার অর্জন করেন।