অমীশ ত্রিপাঠি | |
---|---|
জন্ম | মুম্বই, ভারত[১] | ১৮ অক্টোবর ১৯৭৪
পেশা | ঔপন্যাসিক |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | আইআইএম কলকাতা |
ধরন | অলীক কাহিনী |
উল্লেখযোগ্য রচনাবলি |
|
উল্লেখযোগ্য পুরস্কার | সোসাইটি ইয়ং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফর লিটারেচার[২] ইন্ডিয়া’জ নিউ আইকন্স[৩] Celebrities Top 100 list[৪][৫][৬] কমিউনিকেটার(অর্থাৎ সংবাদদাতা) অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৪[৭] ম্যান অফ দ্য ইয়ার ২০১৩ (রেডিও ওয়ানের) দ্বারা[৮] প্রাইড অফ ইন্ডিয়া ২০১৪[৯] ভারতীয় সাহিত্যের প্রথম পপ্-স্টার ২০১৫[১০] |
দাম্পত্যসঙ্গী | প্রীতি বিয়াস |
সন্তান | নীল ত্রিপাঠি |
ওয়েবসাইট | |
authoramish |
অমীশ ত্রিপাঠি (জন্ম ১৮ অক্টোবর ১৯৭৪), যিনি অথার অমীশ নামে জনপ্রিয়, হলেন একজন ভারতীয় লেখক৷ তিনি তার শিব-ত্রয়ী কাহিনীর মেলুহার মৃত্যুঞ্জয়ীগণ, নাগ রহস্য এবং বায়ুপুত্রদের শপথ উপন্যাসগুলির জন্য পরিচিত। ত্রিপাঠির লেখা শিব-ত্রয়ী কাহিনীর উপন্যাসগুলি ভারতীয় প্রকাশনার ইতিহাসে সবচেয়ে দ্রুততম বিক্রয় হওয়া উপন্যাসমালা (বা বইয়ের সিরিজ) হিসেবে পরিণত হয়৷ শিব-ত্রয়ী কাহিনীর বইগুলির ২৫ লক্ষেরও বেশি অণুকরণ বিক্রীত হয় যার পরিণামে এই সিরিজটি প্রায় ৭০ কোটি টাকা কামায়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |