অমৃত কৌর | |
---|---|
জন্ম | ৪ জুন ১৯৯৩ |
জাতীয়তা | কানাডীয় |
শিক্ষা |
|
পেশা | |
কর্মজীবন | ২০১৫ – বর্তমান |
অমৃত কৌর (জন্ম: ৪ জুন, ১৯৯৩) একজন কানাডীয় অভিনেত্রী, প্রযোজক ও লেখিকা,[১] তিনি ২০২১ সালের এইচবিও ম্যাক্স ধারাবাহিক, দ্য সেক্স লাইভস অফ কলেজ গার্লস–এ বেলা মালহোত্রার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[২][৩][৪] তিনি গ্রেসমুন আর্টস থিয়েটার, সালোন অ্যান্ড গ্যালারি কোম্পানির একজন সদস্য। [৫]
অমৃত কৌর অন্টারিওর মার্কহ্যামে একটি ভারতীয় শিখ পরিবারে বেড়ে ওঠেছেন।[৬][৭][৮] অমৃতের বাবা–মা তার জন্মের আগেই ভারত থেকে কানাডায় পাড়ি জমিয়েছিলেন[৯]
তিনি টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অফ দ্য আর্টস, মিডিয়া, পারফরম্যান্স অ্যান্ড ডিজাইন থেকে থিয়েটারে চারুকলায় স্নাতক অর্জন করেছেন।[৬][৮][১০]
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
২০১৫ – ২০১৮ | আনারকলি | রূপ | ২০ পর্ব | |
২০১৬ | আমেরিকান গথিক | ১ পর্ব | ||
২০১৭ | অড স্কোয়াড | অ্যানেট | ১ পর্ব | |
কিম’স কনভেনিয়েন্স | লরেন | ১ পর্ব | ||
২০১৯ | দ্য বোল্ড টাইপ | গিনি | ১ পর্ব | |
স্টার ট্রেক: শর্ট ট্রেকস | ক্যাডেট থিরা সিধু | ১ পর্ব | ||
হাডসন অ্যান্ড রেক্স | গ্যাবি মিচেল | ২ পর্ব | ||
২০২০ | নার্সেস | ডন | ১ পর্ব | |
দ্য ডি কাট | ভিভা | ৬ পর্ব | ||
২০২১ – বর্তমান | দ্য সেক্স লাইভস অফ কলেজ গার্লস | বেলা মালহোত্রা | কেন্দ্রীয় চরিত্র (২০ পর্ব) |
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
২০১৭ | ব্রাউন গার্ল বিগিন্স | পাশা | ||
২০১৮ | লিটল ইতালি | জেসি | ||
২০২৩ | দ্য কুইন অফ মাই ড্রিমস | আজরা ও অল্পবয়সী মরিয়ম | দ্বৈত চরিত্র | |
২০২৪ | ইয়ং ওয়ার্থার | মেলানিয়া | ||
স্টিলিং ভৌস | জিনা |
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০২৩ | আইরিস প্রাইজ ফেস্টিভাল | সেরা অভিনেত্রী | দ্য কুইন অফ মাই ড্রিমস | বিজয়ী | [১১] |
২০২৪ | কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ডস | নাট্য চলচ্চিত্রে সেরা মুখ্য অভিনয় | বিজয়ী |