অরিন্দম শীল | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | সেন্ট জোসেফ কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ |
মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক |
অরিন্দম শীল (জন্ম ১৯৬৪) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।[১][২][৩][৪] তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো: আবর্ত, এবার শবর, হর হর ব্যোমকেশ ও ঈগলের চোখ।
১৯৬৪ সালের ১২ই মার্চ শীল উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী যৌথ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জোসেফস কলেজ ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে আইসিএসই, আইএসসি এবং বিকম (অনার্স) সমাপ্ত করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি নেন। অভিনেতা হবার জন্যে তিনি আমেরিকায় পিএইচডির সুযোগ ত্যাগ করেন।[৫] ২০১২ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আবর্ত দর্শক-সমালোচকদের কাছে সমাদৃত হয়। এরপর থেকে শীল এবং তার কোম্পানি নাথিং বিয়ন্ড সিনেমা একের পর এক নির্মাণ করেছে দ্য বং কানেকশন, ভায়া দার্জিলিং, ০৩৩, ব্রেক ফেল, শুকনো লঙ্কা, নোবেল চোর, কাহানি, সানডে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, টিইথ্রিএন, মেরি পেয়ারি বিন্দু এবং অন্যান্য।