অরুণ কুমার সরমাহ

ড. অরুণ কুমার সরমাহ
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
২০০৪-২০০৯
পূর্বসূরীরানী নারাহ
উত্তরসূরীরানী নারাহ
নির্বাচনী এলাকালখিমপুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-11-01) ১ নভেম্বর ১৯৫৬ (বয়স ৬৮)
জাপিসাজিয়া, লখিমপুর জেলা, আসাম
রাজনৈতিক দলঅসম গণপরিষদ
দাম্পত্য সঙ্গীগীতাশ্রী শর্মা
সন্তান১ ছেলে ও ১ মেয়ে
বাসস্থানজাপিসাজিয়া, লখিমপুর জেলা, আসাম
25 September, 2006 অনুযায়ী
উৎস: [১]

অরুণ কুমার সরমাহ (জন্ম ১ নভেম্বর ১৯৫৬) ছিলেন ভারতের চতুর্দশ লোকসভার সদস্য। তিনি আসামের লখিমপুর আসনের প্রতিনিধিত্ব করেছেন এবং অসম গণ পরিষদের রাজনৈতিক দলের সদস্য।

রাজনৈতিক পেশা

[সম্পাদনা]

১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত, সরমা কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্টস ইউনিয়ন, গুয়াহাটির সাধারণ সম্পাদক ছিলেন এবং ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সদস্য ছিলেন।

তিনি একাদশ লোকসভায় লখিমপুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন এবং এপ্রিল ১৯৯৮ সালে, সরমা রাজ্যসভায় নির্বাচিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. AGP, CPI win one RS seat each from Assam

বহিঃসংযোগ

[সম্পাদনা]