অর্চনা জোগলেকর | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
উদ্ভব | ভারত |
ধরন | ভারতীয় শাস্ত্রীয় সংগীত |
পেশা | শাস্ত্রীয় নৃত্যশিল্পী |
অর্চনা জোগলেকর একজন ভারতীয় অভিনেত্রী ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তিনি ওড়িয়া, মারাঠি, বাংলা এবং হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হল সংসার (হিন্দি), একা পেক্ষা এক (মারাঠি) এবং অনপেক্ষিত (মারাঠি)। তিনি একজন কত্থক নৃত্যশিল্পী এবং নৃত্য পরিকল্পনাকার (কোরিওগ্রাফার)।[১] তিনি তাঁর মা কত্থক নৃত্যশিল্পী ও প্রশিক্ষক আশা জোগলেকরের কাছ থেকে কত্থক প্রশিক্ষণ করেছিলেন। ১৯৬৩ সালে, তাঁর মা মুম্বইয়ে অর্চনা নৃত্যালয় নামে একটি নাচের বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯৯ সালে জোগলেকর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এই নৃত্য বিদ্যালয়ের একটি শাখা খোলেন।[২]
সাল | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৮৭ | সুনা চাদেহি | ওড়িয়া | ||
১৯৮৭ | সংসার | রজনী | হিন্দি | |
১৯৮৮ | মর্দাঙ্গি | |||
১৯৮৮ | রঙ্গাত সংঘাত | |||
ব্রহ্মর্ষি বিশ্বামিত্র | ||||
১৯৮৯ | বিলু বাদশা | নিশা | - | |
১৯৮৯ | নিভদুং | মারাঠি | ||
১৯৯০ | একা পেক্ষা এক | সোনা | মারাঠি | |
১৯৯০ | জীবনসঙ্গী | বিনি/ বীণাপাণি | বাংলা | তাপস পাল,শকুন্তলা বড়ুয়া,গীতা দে,সৌমিত্র চট্টোপাধ্যায়,দীপঙ্কর দে,কালী ব্যানার্জি,জয় সেনগুপ্ত |
১৯৯১ | বাত হ্যায় প্রেম কি | অঞ্জলি | হিন্দি | |
১৯৯৫ | মোগামুল | যমুনা | তামিল | |
১৯৯৫ | আতঙ্ক হি আতঙ্ক | রাজিয়া | ||
১৯৯৮ | আগ সে খেলেঙ্গে | সুনিতা | হিন্দি | |
১৯৯৮ | স্ত্রী | ওড়িয়া | ||
২০১২ | ম্যারিড টু অ্যামেরিকা | অঞ্জলি মালহোত্রা | হিন্দি | |
অনুপেক্ষিত | নীতীশ ভরদ্বাজ এবং অশোক সরফের সাথে |