অর্জুন রেড্ডি | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
అర్జున్ రెడ్డి | |
পরিচালক | সন্দ্বীপ ভঙ্গ |
প্রযোজক | প্রণয় রেড্ডি ভঙ্গ |
চিত্রনাট্যকার | সন্দ্বীপ ভঙ্গ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | রধন |
চিত্রগ্রাহক | রাজ তোতা |
সম্পাদক | শশাঙ্ক মালি |
প্রযোজনা কোম্পানি | ভদ্রকালী পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৮৬ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
নির্মাণব্যয় | ₹৪০ মিলিয়ন[ক] |
আয় | ₹৫১০ মিলিয়ন[৪] |
অর্জুন রেড্ডি (তেলুগু: అర్జున్ రెడ్డి) হল সন্দ্বীপ ভঙ্গ রচিত ও পরিচালিত ২০১৭ সালের ভারতীয় তেলুগু ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছে প্রণয় রেড্ডি ভঙ্গ'র কোম্পানি ভদ্রকালী পিকচার্স। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা ও শালিনী পাণ্ডে এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন রাহুল রামকৃষ্ণ, জিয়া শর্মা, সঞ্জয় স্বরূপ, গোপীনাথ ভাট, কমল কমরজু, ও কাঞ্চনা। ছবিতে অর্জুন রেড্ডি দেশমুখ নামে একজন উচ্চ ক্রিয়াশীল মদ্যপ শল্যচিকিৎসকের গল্প বর্ণিত হয়েছে, যে তার প্রেমিকা প্রীতি শেট্টির বিয়ের পর ধ্বংসের দিকে চলে যেতে শুরু করে। এই মুভির মাধ্যমে শালিনী পাণ্ডের অভিষেক হয়।
অর্জুন রেড্ডি | ||||
---|---|---|---|---|
কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২১ আগস্ট ২০১৭ | |||
শব্দধারণের সময় | ২০১৭ | |||
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্রেক | |||
দৈর্ঘ্য | ২৮:০৫ | |||
ভাষা | তেলুগু | |||
সঙ্গীত প্রকাশনী | অদিত্য মিউজিক | |||
প্রযোজক | রধন | |||
রধন কালক্রম | ||||
|
অর্জুন রেড্ডি চলচ্চিত্রে সাতটি গান রয়েছে, সবকয়টি গানের সুর করেছেন রধন।[৫] অনন্ত শ্রীরাম, রম্বাবু গোসালা ও শ্রেষ্ঠা দুটি করে গানের গীত লিখেছেন এবং মান্ডেলা পেডাস্বামী "মারি মারি" গানের গীত লিখেছেন।[৫] শ্রেষ্ঠা "মধুরম" ও "গুন্ডেলোনা" গানের গীত রচনা করেছেন, তিনি দ্বিতীয় গানটির সুরও রচনা করেছিলেন, তবে এতে বাদ্যযন্ত্রের কাজ ছিল না। "গুন্ডেলোনা" গানটিতে কণ্ঠ দেন সৌজন্য, যা তার নেপথ্য শিল্পী হিসেবে প্রথম গান।[৬][৭]
সকল গানের সুরকার রধন।
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "ধুরম" | অনন্ত শ্রীরাম | নিকিতা গান্ধী | ০৩:০১ |
২. | "তেলিসেনে না নুভভে" | রম্বাবু গোসালা | এলভি রেবন্ত | ০৪:০৯ |
৩. | "এমিতেমিতো" | অনন্ত শ্রীরাম | আলফোন্স জোসেফ | ০৩:২১ |
৪. | "মধুরম" | শ্রেষ্ঠা | সমীরা ভরদ্বাজ | ০৫:৪০ |
৫. | "মারি মারি" | মান্ডেলা পেদাস্বামী | গৌতমী | ০২:৫৪ |
৬. | "ওপিরি আগুথুন্নাডে" | রম্বাবু গোসালা | এলভি রেবন্ত | ০৪:০৫ |
৭. | "গুন্ডেলোনা" | শ্রেষ্ঠা | সৌজন্য | ০৩:৫৫ |
মোট দৈর্ঘ্য: | ২৮:০৫ |
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জি তেলুগু গোল্ডেন পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | বিজয় দেবরকোন্ডা | বিজয়ী | [৮] |
ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ | শ্রেষ্ঠ চলচ্চিত্র - তেলুগু | অর্জুন রেড্ডি | মনোনীত | [৯] [১০] |
শ্রেষ্ঠ পরিচালক - তেলুগু | সন্দ্বীপ ভঙ্গ | মনোনীত | ||
শ্রেষ্ঠ অভিনেতা - তেলুগু | বিজয় দেবরকোন্ডা | বিজয়ী | ||
শ্রেষ্ঠ গীতিকার - তেলুগু | শ্রেষ্ঠা (গান - "মধুরমে") | মনোনীত | ||
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী - তেলুগু | এল. ভি. রেবন্ত (গান "তেলিসেনে না নুভভে") | মনোনীত | ||
শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী - তেলুগু | সমীরা ভরদ্বাজ (গান - "মধুরমে") | মনোনীত |
অর্জুন রেড্ডি ছবিটি ভঙ্গ নিজেই হিন্দি ভাষায় কবির সিং নামে পুনর্নির্মাণ করেন, যা ২০১৯ সালের ২১শে জুন মুক্তি পায়।[১১] ছবিটি ভঙ্গের সাবেক সহকারী গিরেসায়া অদিত্য বর্মা নামে তামিল ভাষায় পুনর্নির্মাণ করছেন।[১২] ২০১৯ সালের জুনে প্রযোজক এস. নারায়ণ ছবিটির কন্নড় ভাষার স্বত্ব ক্রয় করেন।[১৩]