অলকা বর্মা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল, উদ্যোক্তা |
কর্মজীবন | ২০০৬-বর্তমান |
অলকা বর্মা একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং উদ্যোক্তা।[১][২] তিনি সনি টিভি'র গোয়েন্দা ধারাবাহিক সি. আই. ডি.-তে 'সাব-ইন্সপেক্টর মুসকান' চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[৩]
২০০৬-২০০৭ সালে তিনি টিভি ধারাবাহিক সি. আই. ডি.-তে অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এই ধারাবাহিকে তিনি অন্যতম প্রধান ভূমিকা 'সাব-ইন্সপেক্টর মুসকান' চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রথম পর্ব ছিল "রেড রোজ কিলার" এবং তার শেষ উপস্থিতি ছিল "ইন্সপেক্টর দিয়ার অপহরণ" পর্বে। এরপর তিনি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত আনফরগেটেবল চলচ্চিত্রে অভিনয় করেন।[৪] অলকা এবং তার বন্ধুরা মুম্বইয়ে 'কফি আধা' নামে একটি কফির দোকান খুলেছেন।[৫]
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০৬–২০০৭ | সি. আই. ডি. | সাব-ইন্সপেক্টর মুসকান গুপ্ত | টেলিভিশন ধারাবাহিক |
২০১৪ | আনফরগেটেবল[৬] | রশ্নি / তারা | চলচ্চিত্র |