কেইম্যান দ্বীপপুঞ্জ প্রথম ১৯৭৬ সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করলেও ১৯৮০ গেমসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বয়কট করেছিল। ১৯৮৪ গেমসে কেইম্যান দ্বীপপুঞ্জ পুনরায় ফিরে আসে এবং তারপর থেকে সকল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।
কেইম্যান দ্বীপপুঞ্জ শীতকালীন অলিম্পিক গেমসে প্রথম ২০১০ সালে অংশগ্রহণ করে।[১] ২০১৪ শীতকালীন অলিম্পিকেও অংশগ্রহণ করেছে।
১৯৬৩ সালে জ্যামাইকান স্বাধীনতা অর্জনের পর কেইম্যান দ্বীপপুঞ্জ ব্রিটিশ শাসিত অঞ্চল হিসাবে জ্যামাইকা থেকে আলাদা হয়ে যায়। ১৯৭৩ সালে কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি গঠিত হয় এবং ১৯৭৬ সালে আইওসির স্বীকৃতি লাভ করে।
গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক
[সম্পাদনা]
অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশসমূহ |
---|
|
আফ্রিকা | |
---|
আমেরিকা | |
---|
এশিয়া | |
---|
ইউরোপ | |
---|
ওশেনিয়া | |
---|
অন্যান্য | |
---|
ঐতিহাসিক | |
---|
|