নেদারল্যান্ডস এন্টিলস ১৯৫২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৯৫৬ সালে নেদারল্যান্ডস এর সমর্থনে এবং ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গ্রীষ্মকালীন অলিম্পিক বয়কট করেছিল। শীতকালীন অলিম্পিকে নেদারল্যান্ড এন্টিলস শুধু মাত্র ১৯৮৮ ও ১৯৯২ গেমসে অংশগ্রহণ করেছে।
নেদারল্যান্ডসে জাতীয় অলিম্পিক কমিটি ১৯৩১ সালে গঠিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক ১৯৫০ সালে স্বীকৃত হয় এবং ২০১০ সালে নেদারল্যান্ড এন্টিলস বিলুপ্ত করলে ২০১১ সালে স্বীকৃতি বাতিল করে।[১] ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৫জন ক্রীড়াবিদ অলিম্পিক পতাকা নিয়ে স্বাধীন অলিম্পিয়ান হিসাবে অংশগ্রহণ করেছিল।
গেমস
|
স্বর্ণ
|
রৌপ্য
|
ব্রোঞ্জ
|
মোট
|
১৯৮৮ সিউল |
0 |
১ |
0 |
১
|
মোট |
0 |
১ |
0 |
১
|
ক্রীড়া
|
স্বর্ণ
|
রৌপ্য
|
ব্রোঞ্জ
|
মোট
|
Sailing |
0 |
১ |
0 |
১
|
মোট |
0 |
১ |
0 |
১
|
অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশসমূহ |
---|
|
আফ্রিকা | |
---|
আমেরিকা | |
---|
এশিয়া | |
---|
ইউরোপ | |
---|
ওশেনিয়া | |
---|
অন্যান্য | |
---|
ঐতিহাসিক | |
---|
|