অলিম্পিকে বলিভিয়া

অলিম্পিক গেমসে বলিভিয়া

বলিভিয়ার জাতীয় পতাকা
আইওসি কোড  BOL
এনওসি Comité Olímpico Boliviano (বলিভীয় অলিম্পিক কমিটি)
ওয়েবসাইটwww.cobol.org.bo (স্পেনীয়)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস

বলিভিয়া প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৩৬ সালে। ১৯৪৮ থেকে ১৯৬০ পর্যন্ত কোন গেমসে অংশগ্রহণ করেনি, ১৯৬৪ গ্রীষ্মকালীন গেমস থেকে বলিভিয়া পুনরায় অংশগ্রহণ শুরু করে। ১৯৮০ গেমসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বয়কট করা ছাড়া পরের সকল গ্রীষ্মকালীন গেমসে অংশগ্রহণ করেছে। শীতকালীন অলিম্পিকে বলিভিয়া প্রথম অংশগ্রহণ করেছিল ১৯৫৬ গেমসে। পরের ১৯৬০ থেকে ১৯৭৬ পর্যন্ত অংশগ্রহণ করেনি কিন্তু ১৯৮০ থেকে ১৯৯২ অংশগ্রহণ করে। ১৯৯৪ শীতকালীন গেমস থেকে আবার অংশগ্রহণ করেনি।

বলিভিয়ার ক্রীড়াবিদগন এখনো কোন পদক জিততে পারেনি।

বলিভিয়ার জাতীয় অলিম্পিক কমিটি ১৯৩২ সালে গঠিত হয় এবং ১৯৩৬ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির স্বীকৃতি পায়।

পদক টেবিল

[সম্পাদনা]

গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক

[সম্পাদনা]
গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
জার্মানি ১৯৩৬ বার্লিন 1 0 0 0 0
যুক্তরাজ্য ১৯৪৮ লন্ডন অংশগ্রহণ করেনি
ফিনল্যান্ড ১৯৫২ হেলসিংকি
অস্ট্রেলিয়া ১৯৫৬ মেলবোর্ন
ইতালি ১৯৬০ রোম
জাপান ১৯৬৪ টোকিও 1 0 0 0 0
মেক্সিকো ১৯৬৮ মেক্সিকো সিটি 4 0 0 0 0
পশ্চিম জার্মানি ১৯৭২ মিউনিখ 11 0 0 0 0
কানাডা ১৯৭৬ মন্ট্রিল 4 0 0 0 0
সোভিয়েত ইউনিয়ন ১৯৮০ মস্কো অংশগ্রহণ করেনি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস 11 0 0 0 0
দক্ষিণ কোরিয়া ১৯৮৮ সিউল 7 0 0 0 0
স্পেন ১৯৯২ বার্সেলোনা 13 0 0 0 0
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৬ আটলান্টা 8 0 0 0 0
অস্ট্রেলিয়া ২০০০ সিডনি 5 0 0 0 0
গ্রিস ২০০৪ এথেন্স 7 0 0 0 0
চীন ২০০৮ বেইজিং 7 0 0 0 0
যুক্তরাজ্য ২০১২ লন্ডন 6 0 0 0 0
সর্বমোট 0 0 0 0

শীতকালীন গেমস অনুযায়ী পদক

[সম্পাদনা]
গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
ইতালি ১৯৫৬ কর্তিনা 1 0 0 0 0
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬০ স্কোয়া ভ্যালি অংশগ্রহণ করেনি
অস্ট্রিয়া ১৯৬৪ ইন্সব্রুক
ফ্রান্স ১৯৬৮ গ্রানোবল
জাপান ১৯৭২ সাপ্পোরো
অস্ট্রিয়া ১৯৭৬ ইন্সব্রুক
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮০ লেক প্লাসিড 3 0 0 0 0
যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র ১৯৮৪ সারাজেভো 3 0 0 0 0
কানাডা ১৯৮৮ ক্যালগেরি 6 0 0 0 0
ফ্রান্স ১৯৯২ আলবার্টভিল 5 0 0 0 0
নরওয়ে ১৯৯৪ লিলেহামার অংশগ্রহণ করেনি
জাপান ১৯৯৮ নাগানো
মার্কিন যুক্তরাষ্ট্র ২০০২ সল্ট লেক
ইতালি ২০০৬ তুরিন
কানাডা ২০১০ ভ্যানকুভার
রাশিয়া ২০১৪ সোচি
সর্বমোট 0 0 0 0

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ 

[সম্পাদনা]
  • "Bolivia"। International Olympic Committee। 
  • "Bolivia"। Sports-Reference.com। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬