অলিম্পিকে ভেনেজুয়েলা

অলিম্পিক গেমসে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার জাতীয় পতাকা
আইওসি কোড  VEN
এনওসি ভেনেজুয়েলা অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.cov.net.ve (স্পেনীয়)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস

ভেনেজুয়েলা প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৪৮ সালে এবং তারপর থেকে সকল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে। এছাড়া ভেনেজুয়েলা শীতকালীন অলিম্পিক গেমসে ১৯৯৮ সাল থেকে অংশগ্রহণ করে আসছে, যা গ্রীষ্মকালীন অলিম্পিকে অভিষেকের ৫০ বছর পর।

ভেনেজুয়েলার ক্রীড়াবিদগণ ২টি স্বর্ণ সহ মোট ১২টি পদক জিতেছে। সবচেয়ে বেশি পদক জিতেছে মুষ্টিযুদ্ধে (সর্ব্বোচ ৫টি)।

ভেনেজুয়েলার জাতীয় অলিম্পিক কমিটি ১৯৩২ সালে গঠিত হয়।

পদক তালিকা

[সম্পাদনা]

ক্রীড়া অনুযায়ী পদক

[সম্পাদনা]
ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
মুষ্টিযুদ্ধ 1 2 2 5
অসিচালনা 1 0 0 1
তায়কোয়ান্দো 0 0 2 2
দৌড়বাজী 0 0 1 1
শ্যুটিং 0 0 1 1
সাঁতার 0 0 1 1
ভারোত্তোলন 0 0 1 1
সর্বমোট ১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • "Venezuela"। International Olympic Committee। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Olympic Medal Winners"। International Olympic Committee। 
  • "Venezuela"। Sports-Reference.com। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬