অলিম্পিক গেমসে সার্বিয়া | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি | ||||||||||||
যুগোস্লাভিয়া (১৯২০–১৯৯২W) স্বাধীন অলিম্পিক অংশগ্রহণকারী (১৯৯২S) সার্বিয়া ও মন্টিনিগ্রো (১৯৯৬–২০০৬) |
সার্বিয়া প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯১২ সালে সার্বিয়া রাজ্য হিসাবে। সার্বিয়া পুনরায় ৯৬ বছর পর ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে পুনরায় ফিরে আসে। ১৯২০ থেকে ১৯৯২ শীতকালীন অলিম্পিক পর্যন্ত সার্বিয়া যুগোস্লাভিয়া দলের অংশ হিসাবে অংশগ্রহণ করেছিল। ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে সার্বিয়ান ক্রীড়াবিদগন জাতিসংঘের অধীনে স্বাধীন ক্রীড়াবিদ হিসাবে অংশগ্রহণ করে।
গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক[সম্পাদনা]
|
শীতকালীন গেমস অনুযায়ী পদক[সম্পাদনা]
|
ক্রীড়া | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|
তায়কোয়ান্দো | ১ | 0 | 0 | ১ |
শ্যুটিং | 0 | ১ | ১ | ২ |
সাঁতার | 0 | ১ | 0 | ১ |
ওয়াটার পোলো | 0 | 0 | ২ | ২ |
টেনিস | 0 | 0 | ১ | ১ |
সর্বমোট | ১ | ২ | ৪ | ৭ |