অশোকনগর | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
অশোকনগর (চেন্নাই) | |
স্থানাঙ্ক: ১৩°০২′০৬″ উত্তর ৮০°১২′৩৪″ পূর্ব / ১৩.০৩৫১° উত্তর ৮০.২০৯৫° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই |
মহানগর | চেন্নাই |
ওয়ার্ড | ১২২ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৮৩ |
লোকসভা নির্বাচন কেন্দ্র | চেন্নাই দক্ষিণ |
বিধানসভা নির্বাচন কেন্দ্র | ত্যাগরায়নগর |
নগর পরিকল্পনা | সিএমডিএ |
সিভিক এজেন্সি | চেন্নাই পুরনিগম |
অশোকনগর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি আবাসিক অঞ্চল৷ এটি মূলত দক্ষিণ চেন্নাইয়ের একটি লোকালয়৷ ১৯৬৪ খ্রিস্টাব্দে লোকালয়টি শহরাঞ্চলের অন্তর্ভুক্ত হয়৷ এর মধ্যবর্তী স্থানে রয়েছে একটি অশোক স্তম্ভ৷ খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে সাঁচিতে রাজা অশোক দ্বারা প্রতিষ্ঠিত চতুর্মুখ সিংহের সাথে এর মিল রয়েছে৷
লোকালয়ের উন্নয়নে তামিলনাড়ু গৃৃৃহ দপ্তর ১৯৭০ এর দশকে মধ্যবিত্তের জন্য অশোকনগর সহ পার্শ্ববর্তী কলাজ্ঞ করুণানিধি নগরের মোট সাত বর্গকিলোমিটার অঞ্চলজুড়ে বহু বহুতল নির্মাণ করেন৷[১] ১৯৭৪ খ্রিস্টাব্দে অশোকস্তম্ভের নিকট একটি শপিং কমপ্লেক্স নির্মিত হয়৷ ১৯৮০ এর দশকের মধ্যে ব্যাঙ্ক, ডাক অফিস উদয়ম থিয়েটার কমপ্লেক্স ও ইএসআইসি হাসপাতাল তৈরি হয়৷ আরো অর্থনৈতিক ও পরিকাঠামোগত সুযোগ সুবিধা বৃৃদ্ধির মাধ্যমে অশোকনগর ঘন বসতিপূর্ণ, যোগাযোগ মাধ্যমে উন্নত ও অর্থনৈতিকভাবে সফল লোকালয়ে পরিণত হয়৷
অশোকনগরের পূর্ব দিকে রয়েছে মহাবিল্বম- ত্যাগরায়নগর, পশ্চিম দিকে রয়েছে কলাজ্ঞ করুণানিধি নগর, উত্তর দিকে রয়েছে বড়পালনি ও দক্ষিণ দিকে রয়েছে সঈদাপেট৷
অশোকনগর থেকে অন্যান্য শহরের সাথে চেন্নাইয়ের কিছু আন্তঃনগর পরিবহন সংযোগ রয়েছে৷ সরকারি বাস ও অটো পরিষেবার মাধ্যমে শহরের বিভিন্ন অংশের সাথে অশোকনগর যুক্ত৷ লোকালয়ের গ্র্যান্ড সাদার্ন ট্রাঙ্ক রোড সন্নিকটে রয়েছে চেন্নাই মেট্রোর সবুজ লাইনের অশোকনগর মেট্রো স্টেশন৷ এটি এখনও অবধি চেন্নাই মেট্রোর সর্বোচ্চ স্টেশন৷[২][৩]