অস্কার রোমেরো

অস্কার রোমেরো

অস্কার আর্নুলফো রোমেরো ওয়াই গাল্দামেজ (১৫ আগস্ট ১৯১৭ - ২৪ মার্চ ১৯৮০) ছিলেন এর সালভাদরএর আর্চবিশপ। তিনি লুইস চ্যাভেজের পর সান সালভাদরের ৪র্থ আর্চ-বিশপ মনোনীত হন এবং দারিদ্রতা, সামাজিক অবিচার, হত্যা এবং নির্যাতনের বিপক্ষে কথা বলতেন। রোমেরো ১৯৮০ সালে একটি ধর্মীয় সভায় বক্তব্য দেয়ার পর পরই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

লিবারেশন থিওলজি মতবাদ

[সম্পাদনা]

লিবারেশন থিওলজি মতবাদের প্রবক্তা হিসেবে স্বীকৃত তিনি। 'সমাজের সকলকে অর্থনৈতিক ও সামজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে' - এটিই হচ্চে এই মতবাদের মূল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৪