ডাকনাম | সকারুস | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | গ্যারি ভান ইগমন্ড | ||
মাঠ | সিডনি ফুটবল স্টেডিয়াম | ||
ফিফা কোড | AUS | ||
ওয়েবসাইট | www | ||
| |||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
অস্ট্রেলিয়া ৯–০ পাপুয়া নিউগিনি (অকল্যান্ড, নিউজিল্যান্ড; ১১ নভেম্বর ১৯৭৮) | |||
বৃহত্তম জয় | |||
অস্ট্রেলিয়া ১৬–০ সামোয়া (রারোটোঙ্গা, কুক দ্বীপপুঞ্জ; ১৫ ফেব্রুয়ারি ২০০১) | |||
বৃহত্তম পরাজয় | |||
অস্ট্রেলিয়া ০–৪ ব্রাজিল (কর্দোবা, আর্জেন্টিনা; ২৭ জুন ২০০১) অস্ট্রেলিয়া ১–৫ স্পেন (মানিসালেস, কলম্বিয়া; ৬ আগস্ট ২০১১) অস্ট্রেলিয়া ১–৫ ভিয়েতনাম (কুয়ালালামপুর, মালয়েশিয়া; ৭ অক্টোবর ২০১৩) অস্ট্রেলিয়া ১–৫ থাইল্যান্ড (হ্যানয়, ভিয়েতনাম; ১৮ সেপ্টেম্বর ২০১৬) | |||
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ৭ (২০০৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ (২০১০) | ||
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১৫ (১৯৮১-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চতুর্থ স্থান (১৯৯১, ১৯৯৩) |
অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (ইংরেজি: Australia national under-20 football team; যা অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম অস্ট্রেলিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] ১৯৭৮ সালের ১১ই নভেম্বর তারিখে, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে তারা ৯–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।
৪৫,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট সিডনি ফুটবল স্টেডিয়ামে সকারুস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলীয় সাবেক ফুটবল খেলোয়াড় গ্যারি ভান ইগমন্ড।[২][৩]
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ১৫ বার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণীতে পৌঁছানো, যেখানে তারা ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের কাছে ১–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।[৪] অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ৭ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১০ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ দলের কাছে ২–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।[৫]
টমি ওয়ার, মার্ক বিরিগিটি, কফি ড্যানিং, স্কট ম্যাকডোনাল্ড এবং মিচ নিকোলসের মতো খেলোয়াড়গণ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
১৯৭৭ | অংশগ্রহণ করেনি | |||||||
১৯৭৯ | ||||||||
১৯৮১ | কোয়ার্টার-ফাইনাল | ৭ম | ৪ | ১ | ২ | ১ | ৬ | ৬ |
১৯৮৩ | গ্রুপ পর্ব | ৯ম | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৪ |
১৯৮৫ | গ্রুপ পর্ব | ১১তম | ৩ | ০ | ২ | ১ | ২ | ৩ |
১৯৮৭ | গ্রুপ পর্ব | ১২তম | ৩ | ১ | ০ | ২ | ২ | ৬ |
১৯৮৯ | উত্তীর্ণ হয়নি | |||||||
১৯৯১ | তৃতীয় স্থান নির্ধারণী | ৪র্থ | ৬ | ৫ | ০ | ১ | ৬ | ৩ |
১৯৯৩ | তৃতীয় স্থান নির্ধারণী | ৪র্থ | ৬ | ৩ | ০ | ২ | ৮ | ৯ |
১৯৯৫ | কোয়ার্টার-ফাইনাল | ৭ম | ৪ | ১ | ১ | ২ | ৬ | ৬ |
১৯৯৭ | ১৬ দলের পর্ব | ১০ম | ৪ | ২ | ১ | ১ | ৫ | ৪ |
১৯৯৯ | গ্রুপ পর্ব | ১৮তম | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৮ |
২০০১ | ১৬ দলের পর্ব | ১৬তম | ৪ | ১ | ১ | ২ | ৩ | ৮ |
২০০৩ | ১৬ দলের পর্ব | ১০ম | ৪ | ২ | ১ | ১ | ৬ | ৫ |
২০০৫ | গ্রুপ পর্ব | ২০তম | ৩ | ০ | ২ | ১ | ২ | ৫ |
২০০৭ | উত্তীর্ণ হয়নি | |||||||
২০০৯ | গ্রুপ পর্ব | ২৩তম | ৩ | ০ | ০ | ৩ | ২ | ৮ |
২০১১ | গ্রুপ পর্ব | ২১তম | ৩ | ০ | ১ | ২ | ৪ | ৯ |
২০১৩ | গ্রুপ পর্ব | ২১তম | ৩ | ০ | ১ | ২ | ৩ | ৫ |
২০১৫ | উত্তীর্ণ হয়নি | |||||||
২০১৭ | ||||||||
২০১৯ | ||||||||
|
কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[৬] | |||||||
২০২৩ | অনির্ধারিত | |||||||
মোট | তৃতীয় স্থান নির্ধারণী | ১৫/২২ | ৫৬ | ১৬ | ১৫ | ২৫ | ৬৩ | ৮৯ |