হিন্দুধর্ম |
---|
ধারাবাহিকের অংশ |
অহংকার (সংস্কৃত: अहंकार) হলো সংস্কৃত শব্দ যেটি অহং এর সাথে সম্পর্কিত। শব্দটি বৈদিক দর্শন থেকে এসেছে, এবং পরে সাংখ্য দর্শনে অন্তর্ভুক্ত করা হয়।[১] এটি চারটি অন্তঃকরণের একটি,[২] অন্য তিনটি হলো বুদ্ধি, চিত্ত ও মনস।
হিন্দু দর্শনের বেদান্ত শাখায় এটি আলোচিত, যদিও ভগবদ্গীতায় বিশদভাবে আলোচিত নয়, যদিও ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ তাঁর প্রিয় সখা অর্জুনকে অহংকার পরিত্যক্ত করার পরামর্শ দিয়েছেন।[৩][৪]
হিন্দুধর্ম ও ধর্মতত্ব বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |