অ্যাওয়েকেনিং মিউজিক | |
---|---|
স্বত্বাধিকারী কোম্পানি | দেভেন্তি গ্রুপ |
প্রতিষ্ঠাকাল | ২০০০ |
প্রতিষ্ঠাতা | ওয়ালিউর রহমান শরিফ বান্না বারা খেরেগি ওয়াসিম মালেক |
ধরন | ইসলামি, নাশিদ, হামদ্, নাত, বিশ্ব সঙ্গীত |
দেশ | ইংল্যান্ড |
অবস্থান | লন্ডন, ইংল্যান্ড কায়রো, মিশর ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | awakening |
অ্যাওয়েকেনিং মিউজিক (পূর্বে অ্যাওয়েকেনিং রেকর্ডস নামে পরিচিত ছিল) একটি ইংল্যান্ডভিত্তিক সঙ্গীত প্রযোজনা সংস্থা। এটি ২০০০ সালে ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের চারজন উদ্যোক্তা তৈরি করেছে।[১][২]
বছর | শিরোনাম | শিল্পী |
---|---|---|
২০০৩ | আল-মুয়াল্লিম | সামি ইউসুফ |
২০০৪ | সালাওয়াত | মেসুত কুর্তিস ও সামি ইউসুফ |
২০০৫ | মাই উম্মাহ | সামি ইউসুফ |
২০০৬ | দুনিয়া | নাজিল আজমী |
২০০৭ | সামথিং অ্যাবাউট লাইফ | হামজা রবার্টসন |
এক সাওয়াল মেই কারু | বেন খান ও সামি ইউসুফ | |
২০০৮ | ইহলাম মা'আইয়া | হামজা নামিরা |
২০০৯ | বিলাভড | মেসুত কুর্তিস |
২০০৯ | থ্যাংক ইউ আল্লাহ | মেহের জেইন |
উইথআউট ইউ | সামি ইউসুফ | |
হাবিবি ওয়া ইন্তা বা'ইদ | তামির হোসনি | |
২০১০ | ইনসান | হামজা নামিরা |
২০১১ | আই বিলিভ | ইরফান মাক্কি |
২০১২ | ফরগিভ মি | মেহের জেইন |
২০১৪ | দ্য পাথ | রাইফ |
তাবাসসাম | মেসুত কুর্তিস | |
এসমানি | হামজা নামিরা | |
২০১৫ | আসির আহসান | হুমুদ আল খুদার |
সালাম | হ্যারিস জে. | |
এল – মেসাড়ারাতি | হামজা নামিরা | |
২০১৬ | ওয়ান | মেহের জেইন |
রিমিক্স | হামজা নামিরা | |
২০১৯ | বালাগাল উলা | মেসুত কুর্তিস |
মার্সি | রাইফ | |
২০২০ | মাথা বা'দ ? | হুমুদ আল খুদার |
২০২১ | আজিম আলশান (ইপি) | মেসুত কুর্তিস |
নূর আলা নূর (ইপি) | মেহের জেইন |
বছর | শিরোনাম | শিল্পী |
---|---|---|
২০১৪ | লন্ডন অ্যাপোলোতে অ্যাওয়েকেনিং লাইভ | বিভিন্ন শিল্পী (ফিচার করেছেন: মেহের জেইন, মেসুত কুর্তিস, হামজা নামিরা, রাইফ ও ইরফান মাক্কি ) |
২০১২ সালে অ্যাওয়েকেনিং মিউজিক "সাউন্ড অব লাইট" দাতব্য কনসার্টে অংশ নেয়।[৩] ২০১৩ এবং ২০১৪ সালে রেকর্ড লেবেলটি শিল্পী মেহের জেইন, হামজা নামিরা, মেসুত কুর্তিস, রাইফ এবং ইরফান মাক্কির সহায়তায় ইসলামিক রিলিফ, হিউম্যান আপিল এবং বিশ্বজুড়ে অন্যান্য দাতব্য সংস্থার সাথে সমন্বয় করে দাতব্য কনসার্ট আয়োজনে সহায়তা করে।[৪][৫][৬][৭]