অ্যাকটিনোমাইসিটিস

ইলেক্ট্রন মাইক্রোগ্রাফ দ্বারা স্ক্যান করা Actinomyces israelii

অ্যাকটিনোমাইসিটিস ব্যাকটেরিয়ার অ্যাক্টিনোমাইসেটিয়া শ্রেণীর একটি প্রজাতি। তারা সবাই গ্রাম-পজিটিভ। অ্যাক্টিনোমাইসেস প্রজাতিগুলি ফ্যাকাল্টিভলি অ্যানেরোবিক এবং তারা অ্যানেরোবিক অবস্থার অধীনে সবচেয়ে ভাল বৃদ্ধি পায়। []

এক প্রকার ব্যাক্টেরিয়াছত্রাকের সাথে এদের দারুণ মিল বিদ্যমান। তবে ব্যাক্টেরিয়া হবার কারণে এরা প্রাক-কেন্দ্রিক কোষ। এরা ছত্রাকের মত হাইফা গঠন করে, কিন্তু এদের হাইফার প্রস্থ ছত্রাকের থেকে কম। বেশির ভাগ অ্যাকটিনোমাইসিটিস মাটিতে পাওয়া যায়। এদের সবথেকে গুরুত্ব পূর্ণ বৈশিষ্ট হল অ্যাকটিনোমাইসিটিস জাতীয় ব্যাক্টেরিয়া বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক গঠন করে। স্ট্রেপ্টোমাইসিস (Streptomyces), নোকার্ডিয়া (Nocardia)ইত্যাদি অ্যাকটিনোমাইসিটিসের উদাহরণ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bowden, Geroge [sic] H. W. (১৯৯৬), Baron, Samuel, সম্পাদক, "Actinomyces, Propionibacterium propionicus, and Streptomyces", Medical Microbiology (4th সংস্করণ), University of Texas Medical Branch at Galveston, আইএসবিএন 978-0-9631172-1-2, পিএমআইডি 21413327, সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৪