ধরন | বেসরকারি |
---|---|
আইএসআইএন | TH0268010Z11 |
শিল্প | টেলিযোগাযোগ |
প্রতিষ্ঠাকাল | ২৪ এপ্রিল ১৯৮৬[১] থাইল্যান্ডে |
প্রতিষ্ঠাতা | থাকসিন শিনাওয়াত্রা |
সদরদপ্তর | ৪১৪ ইনটাচ টাওয়ার ফাহোলিওথিন রোড, সামসেন নাই, ফায়াথাই, ব্যাংকক, থাইল্যান্ড[২] |
বাণিজ্য অঞ্চল | থাইল্যান্ড |
পণ্যসমূহ | মুঠোফোন |
পরিষেবাসমূহ | মুঠোফোন পরিচালক |
আয় | BT฿৮১.৫৯ বিলিয়ন (২০১০)[৩] |
BT฿১৪.৭৪ বিলিয়ন (২০১০)[৩] | |
মোট সম্পদ | BT฿১০৯.৯ বিলিয়ন (২০১০)[৩] |
মোট ইকুইটি | BT฿৫৩.০৬ বিলিয়ন (২০১০)[৩] |
কর্মীসংখ্যা | ৮,০০০+ (২০০৯)[২] |
মাতৃ-প্রতিষ্ঠান | ইনটাচ পিএলসি |
ওয়েবসাইট | www |
থাইল্যান্ড এর বৃহত্তম জিএসএম মুঠোফোন সেবা দাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড ইনফো সার্ভিস পিএলসি। মার্চ ২০১৩ হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির বর্তমান গ্রাহক সংখ্যা ৩৫ মিলিয়ন। [৪] ১৯৮৬ সালের এপ্রিল মাসে কম্পিউটার ভাড়া দেয়ার মাধ্যমে এআইএস তার যাত্রা শুরু করে।[৫] ১৯৯০ সালের অক্টোবর মাসে অ্যানালগ ৯০০ মেগাহার্জ মোবাইল সেবা চালু করে প্রতিষ্ঠানটি। যার মাধ্যমে ইতি ঘটে টেলিফোন অর্গানাইজেশন অফ থাইল্যান্ড এর ২০ বছরের একাধিপত্য। প্রতিষ্ঠানটি প্রথম জিএসএম ৯০০ তরঙ্গ ব্যবহারের অণুমোদন পায়,[৬] এবং ১৯৯২ সালে শিনাওয়াত্রা পেজিংগ অধিগ্রহণ করে।
প্রতিষ্ঠানটি ইনটাচ পিএলসি (পূর্বে শিন কর্পোরেশন), দ্বারা নিয়ন্ত্রিত যা সিংগাপুর এর সরকারি সংস্থা তেমাসেক হোল্ডিংস দ্বারা নিয়ন্ত্রিত। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের স্টকএক্সচেঞ্জে ব্যবসা শুরু করে ১৯৯১ সালের ৫ নভেম্বর।[৭] প্রতিষ্ঠানটির ৪০.৪৫% শেয়ার ইনটাচ পিএলসি এবং বাকি ২৩.৩২% শেয়ার সিংগাপুর টেলিকমিউনিকেশন, থাই ট্রাস্ট ফান্ড এবং ওসিবিসি নোমিনি কাছে রয়েছে।[৮][৯][১০]
২০০৬ সালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার কাছ থেকে শিন কর্পোরেশন অধিগ্রহণ করার মাধ্যমে এআইএস ব্র্যান্ডের মালিক হয় তেমাসেক।[১১]
মার্চ ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটি ৩৫ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে বর্তমানে থাইল্যান্ডের বৃহত্তম মুঠোফোন পরিচালক।(পরিধি মানচিত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ এপ্রিল ২০১৩ তারিখে) [১২] প্রতিষ্ঠানটি পোস্ট পে সেবার পাশাপাশি ১২কল ব্র্যান্ড নামে প্রিপেইড সেবা দিয়ে থাকে।
প্রতিষ্ঠানটি থ্রিজি নেটুওয়ার্কের পেছনে ৯০ বিলিয়ন ভাট বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ২০১৫ সালের মধ্যে থাইল্যান্ডের ৯৭% এলাকায় থ্রিজি পৌঁছে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।[১৩]
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি ব্যাংকক এবং মাহা সারাখাম এ পরীক্ষামূলকভাবে দুইটি ২.৩ গিগাহার্জ এলটিই নেটওয়ার্ক চালু করে প্রতিষ্ঠানটি। [১৩]
|month=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)