অ্যাডাম ওয়ার্টন

অ্যাডাম ওয়ার্টন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যাডাম জেমস ওয়ার্টন[]
জন্ম (2004-02-06) ৬ ফেব্রুয়ারি ২০০৪ (বয়স ২০)
জন্ম স্থান ব্ল্যাকবার্ন, ইংল্যান্ড
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ক্রিস্টাল প্যালেস
জার্সি নম্বর ২০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:০৬, ৭ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অ্যাডাম জেমস ওয়ার্টন (ইংরেজি: Adam Wharton; জন্ম: ৬ ফেব্রুয়ারি ২০০৪; অ্যাডাম ওয়ার্টন নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২২ সালে, ওয়ার্টন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অ্যাডাম জেমস ওয়ার্টন ২০০৪ সালের ৬ই ফেব্রুয়ারি তারিখে ইংল্যান্ডের ব্ল্যাকবার্নে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ওয়ার্টন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।[][] ২০২২ সালে তিনি মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "SQUAD LIST 2022/23 & U21 REGISTERED CONTRACT PLAYERS" (পিডিএফ)। English Football League। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২২ 
  2. "England call for Rovers pair!"Blackburn Rovers F.C.। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২ 
  3. "Adam's Young Lions delight"Blackburn Rovers F.C.। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২ 
  4. Smith, Frank (২১ সেপ্টেম্বর ২০২২)। "Report: England MU19s 2-0 Montenegro"England Football। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]