অ্যাডাম রোদরিগেজ | |
---|---|
![]() অ্যাডাম রোদরিগেজ, ২০১৪ | |
জন্ম | অ্যাডাম মাইকেল রোদরিগেজ এপ্রিল ২, ১৯৭৫ |
পেশা | অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক |
কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | গ্রেস গেইল (বি. ২০১৬) |
সন্তান | ২ |
অ্যাডাম মাইকেল রোদরিগেজ (ইংরেজি: Adam Rodriguez; জন্ম: ২ এপ্রিল, ১৯৭৫) [১] হলেন একজন মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। সুদীর্ঘকাল সিএসআই: মিয়ামি ধারাবাহিকে এরিক ডেলকো চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি ক্রিমিনাল মাইন্ডস ধারাবাহিকে টাস্ক ফোর্স এজেন্ট তথা বিএইউ-এর নবীনতম কর্মী এজেন্ট ল্যুক আলভেজ চরিত্রে অভিনয় করছেন।