অ্যান অ্যাকশন হিরো | |
---|---|
![]() চলচ্চিত্র মুক্তির পোস্টার | |
পরিচালক | অনিরুধ আইয়ার |
প্রযোজক | ভূষণ কুমার কৃষ্ণ কুমার আনন্দ এল. রাই |
রচয়িতা | নীরজ যাদব |
কাহিনিকার | অনিরুধ আইয়ার |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | পরাগ ছাবরা |
চিত্রগ্রাহক | কৌশল শাহ |
সম্পাদক | নিনাদ খানোলকর |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | এএ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩০ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | প্রা. ₹১৫.৮ কোটি[২] |
অ্যান অ্যাকশন হিরো হলো একটি ২০২২ সালের ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম যা অনিরুধ আইয়ার দ্বারা পরিচালিত, আইয়ারের একটি মৌলিক গল্পের ভিত্তিতে নীরজ যাদব গল্পটি লিখেছেন, এবং টি-সিরিজ ফিল্মস এবং আনন্দ এল. রাইয়ের অধীনে ভূষণ কুমার এবং কৃষাণ কুমার প্রযোজনা করেছেন কালার ইয়েলো প্রোডাকশনের অধীনে। চলচ্চিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা এবং জয়দীপ আহলাওয়াত ।
২০২১ সালের অক্টোবরে এটি তৈরির ঘোষণা করা হয়েছিল। [৩][৪]
২০২২ সালের জানুয়ারিতে লন্ডন-এ চিত্রগ্রহণ শুরু হয়েছিল[৫][৬] এবং মার্চ ২০২২ এ শেষ হয়েছে।[৭][৮]