অধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হয় তাকে অ্যানায়ন বলে। অ্যানায়নে প্রোটনের তুলানায় ইলেকট্রন বেশি থাকায় এর আধান (চার্জ) ঋণাত্মক(–) বা negaitive.
সাধারণত সব পরমাণুই আধান নিরপেক্ষ। কারণ তাদের মধ্যে যতটি ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন থাকে ঠিক ততটিই ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে। তাই সামগ্রিক ভাবে তারা আধান নিরপেক্ষ। তবে প্রতিটি পরমাণুই তাদের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যেহেতু অধাতু সমূহের সর্বশেষ শক্তিস্তরে ৫টি, ৬টি বা ৭টি ইলেকট্রন থাকে তাই এদের প্রতি নিউক্লিয়াসের প্রোটনের আকর্ষণ অনেক বেশি থাকে। অর্থাৎ, এদের আয়নিকরণ শক্তির মান অনেক বেশি হয়। ফলে, ওই ইলেকট্রন গুলো ত্যাগ করতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয়, যা সাধারণ অবস্থায় কোন রাসায়নিক বিক্রিয়া থেকে সহজে পাওয়া যায় না। ফলে অধাতু সমুহ ইলেকট্রন ত্যাগ করেনা। তাই তারা অন্য পরমাণু (সাধারণত ধাতব পরমাণু) থেকে ১টি, ২টি বা ৩টি ইলেকট্রন গ্রহণ করে।
সর্বশেষ শক্তিস্তরের ওই ইলেকট্রন গুলো গ্রহণ করলে অধাতব পরমাণু গুলো আর আধান নিরপেক্ষ থাকে না। এগুলো আয়নে পরিণত হয়। এই আয়নই হল অ্যানায়ন।[১]
ইংরেজি নাম | বাংলা লিপিতে নাম | ফরমুলা | যোজনী | প্রচলিত নাম |
---|---|---|---|---|
মৌলের অ্যানায়ন | ||||
Azide | অ্যাজাইড | N− ৩ |
১ | |
Bromide | ব্রোমাইড | Br− | ১ | |
Chloride | ক্লোরাইড | Cl− | ১ | |
Fluoride | ফ্লোরাইড | F− | ১ | |
Hydride | হাইড্রাইড | H− | ১ | |
Iodide | আয়োডাইড | I− | ১ | |
Nitride | নাইট্রাইড | N3− | ৩ | |
Phosphide | ফসফাইড | P3− | ৩ | |
Oxide | অক্সাইড | O2− | ২ | |
Sulfide | সালফাইড | S2− | ২ | |
selenide | সেলেনাইড | Se2− | ২ | |
অক্সো-অ্যানায়ন (যৌগ মূলকের অ্যানায়ন) | ||||
Carbonate | কার্বনেট | CO২− ৩ |
২ | |
Chlorate | ক্লোরেট | ClO− ৩ |
১ | |
Chromate | ক্রোমেট | CrO২− ৪ |
২ | |
Dichromate | ডাই ক্রোমেট | Cr ২O২− ৭ |
২ | |
Dihydrogen phosphate | ডাই হাইড্রোজেন ফসফেট | H ২PO− ৪ |
১ | |
Hydrogen carbonate | হাইড্রোজেন কার্বনেট | HCO− ৩ |
১ | bicarbonate (বাইকার্বনেট) |
Hydrogen sulfate | হাইড্রোজেন সালফেট | HSO− ৪ |
১ | bisulfate (বাইসালফেট) |
Hydrogen sulfite | হাইড্রোজেন সালফাইট | HSO− ৩ |
১ | bisulfite (বাইসালফাইট) |
Hydroxide | হাইড্রোক্সাইড | OH− | ১ | |
Hypochlorite | হাইপোক্লোরাইট | ClO− | ১ | |
Monohydrogen phosphate | মনোহাইড্রোজেন ফসফেট | HPO২− ৪ |
২ | |
Nitrate | নাইট্রেট | NO− ৩ |
১ | |
Nitrite | নাইট্রাইট | NO− ২ |
১ | |
Perchlorate | পার ক্লোরেট | ClO− ৪ |
১ | |
Permanganate | পার ম্যাঙ্গানেট | MnO− ৪ |
১ | |
Peroxide | পার অক্সাইড | O২− ২ |
২ | |
Phosphate | ফসফেট | PO৩− ৪ |
৩ | |
Sulfate | সালফেট | SO২− ৪ |
২ | |
Sulfite | সালফাইট | SO২− ৩ |
২ | |
Superoxide | সুপার অক্সাইড | O− ২ |
১ | |
Thiosulfate | থায়োসালফেট | S ২O২− ৩ |
২ | |
Silicate | সিলিকেট | SiO৪− ৪ |
৪ | |
Metasilicate | মেটাসিলিকেট | SiO২− ৩ |
২ | |
Aluminium silicate | অ্যালুমিনিয়াম সিলিকেট | AlSiO− ৪ |
১ | |
জৈব এসিডের অ্যানায়ন | ||||
Acetate | এসিটেড | CH ৩COO− |
১ | ethanoate (ইথানয়েট) |
Formate | ফরমেট | HCOO− |
১ | methanoate (মিথানয়েট) |
Oxalate | অক্সালেট | C ২O২− ৪ |
২ | |
Cyanide | সায়ানাইড | CN− | ১ |
রসায়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |