অ্যানিসোটা কনস্যুলারিস | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | আর্থ্রোপোডা (Arthropoda) |
শ্রেণি: | ইনসেক্টা (Insecta) |
বর্গ: | লেপিডোপ্টেরা (Lepidoptera) |
পরিবার: | স্যাটারনিডাই (Saturniidae) |
গণ: | Anisota Dyar, 1896 |
প্রজাতি: | A. consularis |
দ্বিপদী নাম | |
Anisota consularis Dyar, 1896 |
অ্যানিসোটা কনসুলারিস, ফ্লোরিডা ওকওয়ার্ম মথ বা কনস্যুলার ওকওয়ার্ম মথ হল স্যাটারনিডেয়া পরিবারের একটি মথ। ১৮৯৬ সালে হ্যারিসন গ্রে ডিয়ার জুনিয়র প্রজাতিটি প্রথম বর্ণনা করেন।[১][২][৩][৪] এটি উত্তর আমেরিকায় পাওয়া যায়।[১]
অ্যানিসোটা কনস্যুলারের জন্য MONA বা Hodges নম্বর হল 7718।[৫]