অ্যান্টনি হিউইশ (জন্ম: ১১ই মে, ১৯২৪) একজন ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী। তিনি ১৯৭৪ সালে সহকর্মী মার্টিন রাইলের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [১] রেডিও অ্যাপার্চার সিনথেসিস আবিষ্কারের মাধ্যমে পালসার আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৬৯ সালে রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি তাকে এডিংটন পদকে ভূষিত করে। [২][৩][৪]