অ্যান্ডি হুইটল

অ্যান্ডি হুইটল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অ্যান্ড্রু রিচার্ড হুইটল
জন্ম (1973-03-19) ১৯ মার্চ ১৯৭৩ (বয়স ৫১)
আমতালি, রোডেশিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
সম্পর্কজিজে হুইটল (কাকাতো ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩১)
১১-১৪ সেপ্টেম্বর ১৯৯৬ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট১৮-২২ নভেম্বর ১৯৯৯ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৫)
৩ সেপ্টেম্বর ১৯৯৬ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই৩০ জানুয়ারি ২০০০ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৩-১৯৯৬কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
১৯৯৬-১৯৯৯মাতাবেলেল্যান্ড
১৯৯৯-২০০০মনিকাল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ১০ ৬৩
রানের সংখ্যা ১১৪ ১৬৮
ব্যাটিং গড় ৭.৫৯ ৭.৬৩
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৭ ২৯
বল করেছে ১৫৬২ ৩০৮৫
উইকেট ৪৫
বোলিং গড় ১০৫.১৪ ৫০.০২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৩/৭৩ ৩/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৮/- ২১/-
উৎস: ক্রিকইনফো, ২৭ জুলাই ২০১৭

অ্যান্ড্রু রিচার্ড অ্যান্ডি হুইটল (ইংরেজি: Andy Whittall; জন্ম: ১৯ মার্চ, ১৯৭৩) রোডেশিয়ার আমটালি এলাকায় জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৯৬ থেকে ২০০০ মেয়াদে জিম্বাবুয়ে ক্রিকেট দলের পক্ষে টেস্টএকদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন। দলে তিনি মূলতঃ বোলার ছিলেন। ডানহাতে অফ ব্রেক বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন অ্যান্ডি হুইটল। ঘরোয়া ক্রিকেটে মাতাবেলেল্যান্ড ও মনিকাল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

ফ্যালকন কলেজে অধ্যয়ন শেষে কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন হুইটল। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় দলের পক্ষে খেলায় অংশ নেন ও চারটি ব্লু পান। এরফলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের পূর্বেই জিম্বাবুয়ের ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিদেশে খেলার সুযোগ পান।

৩ সেপ্টেম্বর, ১৯৯৬ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটার পর একই দলের বিপক্ষে ১১ সেপ্টেম্বর, ১৯৯৬ তারিখে তার টেস্ট অভিষেক হয়।

খেলার জগৎ থেকে অবসর নেয়ার পর তিনি টনব্রিজ স্কুলের ফেরক্স হলে গৃহশিক্ষকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি গণিত বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি প্রথম একাদশ ক্রিকেট দলকে প্রশিক্ষণ দিচ্ছেন।[] জিম্বাবুয়ে দলের অন্যতম সদস্য গাই হুইটল সম্পর্কে তার কাকাতো ভাই।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tonbridge School – Staff – Mathematics"। tonbridge-school.co.uk। ২৪ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]