অ্যান্ড্রয়েড ৬.০ "মার্শম্যালো" অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ।[১] এটির প্রথম পর্দা উন্মোচিত হয় ২০১৫সালের মে তে। এর কোডনেম অ্যান্ড্রয়েড এম। প্রাতিষ্ঠানিকভাবে মুক্তি পায় ২০১৫ সালের অক্টোবরে।[২] মার্শম্যালো প্রথমত দৃষ্টি আরোপ করে ললিপপ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করার জন্য।
ডেভলপাররা অ্যান্ড্রয়েড কোডনেম এম দিয়ে ২৮ই মে, ২০১৫ তারিখে অ্যান্ড্রয়েড মার্শম্যালোর পর্দা উন্মোচন করেন। [১][২][৩] [৪]