স্যার অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি | |
---|---|
![]() Huxley in 1963 | |
জন্ম | অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি ২২ নভেম্বর ১৯১৭ হ্যাম্পস্টিড, লন্ডন, ইংল্যান্ড |
মৃত্যু | ৩০ মে ২০১২ | (বয়স ৯৪)
জাতীয়তা | ইংরেজ |
নাগরিকত্ব | যুক্তরাজ্য |
মাতৃশিক্ষায়তন | এমএ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ট্রিনিটি কলেজ, কেমব্রিজ) |
পরিচিতির কারণ | nerve action potentials, theory of muscle contraction |
দাম্পত্য সঙ্গী | J. Richenda G. Pease (1947–2003; her death) |
সন্তান | 1 Son, 5 Daughters |
পিতা-মাতা | Leonard Huxley, Rosalind Bruce Huxley |
পুরস্কার | ১৯৬৩ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | physiologist and biophysicist |
স্যার অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি একজন ইংরেজ শারীরতত্ত্ববিদ এবং জীবপদার্থবিজ্ঞানী।[৩][৪] তিনি ১৯৬৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
হ্যাক্সলি ১৯১৭ সালের ২২ নভেম্বর লন্ডনের হ্যাম্পস্টিডে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৫ সালে রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন। তিনি ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
He did not even mind the master's duty of officiating in chapel, since he was, he explained, not atheist but agnostic (a word usefully invented by his grandfather), and was “very conscious that there is no scientific explanation for the fact that we are conscious.”