অ্যান্ড্রু জেমস ভিটারবি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
নাম | অ্যান্ড্রু জেমস ভিটারবি |
জাতীয়তা | ইতালীয়, মার্কিন |
জন্ম তারিখ | ৯ মার্চ ১৯৩৫ |
জন্মস্থান | বেরগামো, ইতালি |
শিক্ষা | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (ব্যাচেলর অব সায়েন্স, মাস্টার অব সায়েন্স) ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (পিএইচডি) |
দাম্পত্য সঙ্গী | ইরনা ফিন্সি[১] |
সন্তান | ৩ |
কর্মজীবন | |
প্রকৌশলের বিষয় | তড়িৎ প্রকৌশল |
যে সংস্থার সদস্য | ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া বোর্ড অফ ট্রাস্ট্রিজ The Scripps Research Institute Board of Trustees, Sanford Burnham Medical Research Institute |
গুরুত্বপূর্ণ প্রকল্প | ভিটারবি অ্যালগরিদম |
গুরুত্বপূর্ণ অগ্রগতি | কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস স্ট্যান্ডার্ড ফর সেলফোন নেটওয়ার্ক[২] |
গুরুত্বপূর্ণ পুরস্কার | ন্যাশনাল মেডেল অব সায়েন্স IEEE/RSE Wolfson James Clerk Maxwell Award আইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল আইইই মেডেল অব অনার |
অ্যান্ড্রু জেমস ভিটারবি একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী ও ব্যবসায়ী এবং কোয়ালকম এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি ভিটারবি অ্যালগরিদম এর উদ্ভাবক। তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর তড়িৎ প্রকৌশল এর চেয়ারম্যান। তার ৫২ মিলিয়ন ডলার অনুদান এর প্রেক্ষিতে ২০০৪ সালে তার নামে এই অনুষদের নাম রাখা হয় ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং।
ভিটারবি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৫৭ সালে তড়িৎ প্রকৌশলে বিএস এবং এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ১৯৬৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১]