![]() ২০২২ সালে সিডনির হয়ে রেডমেইন | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | অ্যান্ড্রু জেমস রেডমেইন | ||
জন্ম | ১৩ জানুয়ারি ১৯৮৯ | ||
জন্ম স্থান | গসফোর্ড, অস্ট্রেলিয়া | ||
উচ্চতা | ১.৯৪ মিটার (৬ ফুট ৪+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সিডনি | ||
জার্সি নম্বর | ১ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১২, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
অ্যান্ড্রু জেমস রেডমেইন (ইংরেজি: Andrew Redmayne, ইংরেজি উচ্চারণ: /ˈandɹuː ɹˈɛdme͡ɪn/; জন্ম: ১৩ জানুয়ারি ১৯৮৯; অ্যান্ড্রু রেডমেইন নামে সুপরিচিত) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রেলীয় ক্লাব সিডনি এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৮ সালে, রেডমেইন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
অ্যান্ড্রু জেমস রেডমেইন ১৯৮৯ সালের ১৩ই জানুয়ারি তারিখে অস্ট্রেলিয়ার গসফোর্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
রেডমেইন কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৮ই নভেম্বর তারিখে ঘোষিত অস্ট্রেলিয়ার ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ২০১৯ | ১ | ০ |
২০২১ | ১ | ০ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ৪ | ০ |
![]() ![]() |
অস্ট্রেলীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |