ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৯২৭ | ||
জন্ম স্থান | হায়দ্রাবাদ,[১] ব্রিটিশ ভারত | ||
মৃত্যু | ২২ এপ্রিল ২০১০ (বয়স ৮৩) | ||
মৃত্যুর স্থান | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৪৯–১৯৫৯ | হায়দ্রাবাদ সিটি পুলিশ | ||
জাতীয় দল | |||
ভারত | |||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
অ্যান্থনি প্যাট্রিক (১৯২৭ – ২৩ এপ্রিল ২০১০) ছিলেন একজন ভারতীয় ফুটবলার যিনি ভারতের জাতীয় দলের হয়ে খেলেছিলেন এবং হায়দ্রাবাদ সিটি পুলিশ এফসির ঘরোয়া টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছিলেন।[২]
তিনি ম্যানিলায় এশিয়ান গেমসে[৩] এবং কলম্বো কাপের ১৯৫৩ এবং ১৯৫৪ সংস্করণে জাতীয় দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হন। ১৯৫৪ সালের কলম্বো কাপে, তিনি ইডেন গার্ডেনে বার্মা জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি গোল করেন। ১৯৫০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে হায়দ্রাবাদ সিটি পুলিশ পরিচালনা করে রহিমের হয়ে খেলার সময় তিনি পাঁচটি রোভার্স কাপ শিরোপাও জিতেছিলেন।[১][৪][৫] তিনি সন্তোষ ট্রফিতে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেন।
ভারত
হায়দ্রাবাদ[১০]