ব্যক্তিগত তথ্য | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | অ্যান্থনি লোপেস | ||||||||||
জন্ম | ১ অক্টোবর ১৯৯০ | ||||||||||
জন্ম স্থান | জিভরস, ফ্রান্স | ||||||||||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||||||||||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||
বর্তমান দল | লিয়োনে | ||||||||||
জার্সি নম্বর | ১ | ||||||||||
যুব পর্যায় | |||||||||||
১৯৯৬–২০০০ | ওএসজিএল ফুটবল | ||||||||||
২০০০–২০০৮ | লিয়োনে | ||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||
২০০৮–২০১২ | লিয়োনে বি | ৩৮ | (০) | ||||||||
২০১২– | লিয়োনে | ১৭৮ | (০) | ||||||||
জাতীয় দল‡ | |||||||||||
২০০৭ | পর্তুগাল অনূর্ধ্ব-১৭ | ৬ | (০) | ||||||||
২০০৭ | পর্তুগাল অনূর্ধ্ব-১৮ | ১ | (০) | ||||||||
২০০৭–২০০৯ | পর্তুগাল অনূর্ধ্ব-১৯ | ১৭ | (০) | ||||||||
২০১০ | পর্তুগাল অনূর্ধ্ব-২০ | ১ | (০) | ||||||||
২০১১–২০১৩ | পর্তুগাল অনূর্ধ্ব-২১ | ১১ | (০) | ||||||||
২০১৫– | পর্তুগাল | ৬ | (০) | ||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
অ্যান্থনি লোপেস (পর্তুগিজ উচ্চারণ: [ˈlɔpɨʃ]; জন্ম: ১ অক্টোবর ১৯৯০) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি লিয়োনে এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
তিনি লিয়োনের খেলার মাধ্যমে সকলের নজরে আসেন। তিনি ২০১১ সালে ওলাঁপিক লিয়োনের প্রথম একাদশের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০১৪ সালের কুপে দে লা লীগের ফাইনালে লিয়োনের প্রতিনিধিত্ব করেছেন।
যদিও অ্যান্থনি লোপেস ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলেন। তিনি জাতীয় দলের হয়ে খেলার পূর্বে পর্তুগালের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। তিনি ২০১৫ সালের মার্চ মাসে, পর্তুগাল জাতীয় দলের হয়ে অভিষেক করেছেন এবং ২০১৬ উয়েফা ইউরোজয়ী পর্তুগাল দলের একজন সদস্য ছিলেন।
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | লীগ কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপ. | গোল | উপ. | গোল | উপ. | গোল | উপ. | গোল | উপ. | গোল | উপ. | গোল | ||
লিয়োনে | ২০১২–১৩ | লীগ ১ | ৫ | ০ | ০ | ০ | ১ | ০ | ১ | ০ | — | ৭ | ০ | |
২০১৩–১৪ | ৩২ | ০ | ০ | ০ | ৪ | ০ | ১৩ | ০ | — | ৪৯ | ০ | |||
২০১৪–১৫ | ৩৮ | ০ | ২ | ০ | ১ | ০ | ৪ | ০ | — | ৪৫ | ০ | |||
২০১৫–১৬ | ৩৭ | ০ | ৩ | ০ | ০ | ০ | ৬ | ০ | ১ | ০ | ৪৭ | ০ | ||
২০১৬–১৭ | ৩৭ | ০ | ২ | ০ | ০ | ০ | ১৪ | ০ | ১ | ০ | ৫৪ | ০ | ||
২০১৭–১৮ | ২৫ | ০ | ৩ | ০ | ০ | ০ | ৭ | ০ | — | ৩৯ | ০ | |||
সর্বমোট | ১৭৪ | ০ | ১০ | ০ | ৬ | ০ | ৪০ | ০ | ২ | ০ | ২৩২ | ০ |