অ্যাপোলো ১২ (ইংরেজি: Apollo 12) মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মহাকাশ অনুসন্ধানের ৬ষ্ঠ মানুষ্যবাহী মিশন এবং চন্দ্র পৃষ্টে অবতরনকারী ২য় মানুষ্যমহাশূন্য যান। অ্যাপোলো ১১ নভোযান প্রেরণের ৪ মাস পরে অ্যাপোলো ১২ নভোযান প্রেরণ করা হয়। ১৯৬৯ সালের ১৪ নভেম্বর ইহা প্রেরণ করা হয়। এই মিশনের কমান্ডার ছিলেন পিট কনরাড, এছাড়াও সহযোগি ছিলেন অ্যালান এল বিন ও রিচার্ড গর্ডন। এই মিশনের নভোচারীরা চাদে প্রথম রঙিন টেলিভিশন ক্যামেরা নিয়ে যান।