অ্যাবাকাভির

অ্যাবাকাভির
Chemical structure of abacavir
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য
বাণিজ্যিক নামZiagen
এএইচএফএস/
ড্রাগস.কম
মনোগ্রাফ
মেডলাইনপ্লাসa699012
গর্ভাবস্থার শ্রেণি
  • অস্ট্রে: বি৩
প্রয়োগের
স্থান
Oral (solution or tablets)
এটিসি কোড
আইনি অবস্থা
আইনি অবস্থা
ফার্মাকোকাইনেটিক উপাত্ত
জৈবপ্রাপ্যতা83%
বিপাকHepatic
বর্জন অর্ধ-জীবন1.54 ± 0.63 h
রেচনRenal (1.2% abacavir, 30% 5'-carboxylic acid metabolite, 36% 5'-glucuronide metabolite, 15% unidentified minor metabolites). Fecal (16%)
শনাক্তকারী
  • {(1S,4R)-4-[2-amino-6-(cyclopropylamino)-9H-purin-9-yl]cyclopent-2-en-1-yl}methanol
সিএএস নম্বর
পাবকেম সিআইডি
ড্রাগব্যাংক
কেমস্পাইডার
ইউএনআইআই
কেইজিজি
সিএইচইবিআই
সিএইচইএমবিএল
এনআইএআইডি কেমডিবি
কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ)
ইসিএইচএ ইনফোকার্ড100.149.341 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
রাসায়নিক ও ভৌত তথ্য
সংকেতC14H18N6O
মোলার ভর286.332 g/mol
থ্রিডি মডেল (জেএসমোল)
গলনাঙ্ক১৬৫ °সে (৩২৯ °ফা)
  • n3c1c(ncn1[C@H]2/C=C\[C@@H](CO)C2)c(nc3N)NC4CC4
  • InChI=1S/C14H18N6O/c15-14-18-12(17-9-2-3-9)11-13(19-14)20(7-16-11)10-4-1-8(5-10)6-21/h1,4,7-10,21H,2-3,5-6H2,(H3,15,17,18,19)/t8-,10+/m1/s1 YesY
  • Key:MCGSCOLBFJQGHM-SCZZXKLOSA-N YesY

অ্যাবাকাভির (আইএনএন) অথবা এবিসি একটি নিউক্লিওসাইড অ্যানালগ রিভার্স ট্রান্সক্রিপটেজ ইনহিবিটর (NRTI)। এটি একধরনের অ্যান্টিরেট্রোভাইরাল ঔষধ যা এইচআইভি বা এইডস সংক্রমণে ব্যবহৃত হয়ে থাকে। এই ঔষধটি It has been well tolerated: the main side effect is হাইপারসেনসিটিভিটি ছাড়া তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখায় না; যদিও এই পার্শ্বপ্রতিক্রিয়াটিই কখোনো কখোনো ভয়াবহ আকারে দেখা দেয়। যার ফলে মৃত্যুও হতে পারে। জেনেটিক পরীক্ষা দ্বারা অবশ্য পার্শ্বপ্রতিক্রিয়া হবার সম্ভাবনা নির্ণয় করা যায়। দেখা গেছে, ৯০ শতাংশ রোগীতেই এই সমস্যাটি হয় না।[]

যে সমস্ত ভাইরাসের স্ট্রেইন জিডোভুডিনে অথবা ল্যামিভুডিনে রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে, তাদের দমনের ক্ষেত্রে অ্যাবাকাভির কার্যকরী। কিন্তু জিডোভুডিন এবং ল্যামিভুডিন দুটিতেই রেজিস্ট্যান্ট ভাইরাস স্ট্রেইন কিন্তু অ্যাবাকাভিরে আক্রান্ত হয় না।

দুইটি অ্যাবাকাভির ৩০০ মি. গ্রা. ট্যাবলেট

নির্দেশনা

[সম্পাদনা]

অ্যাবাকাভির ট্যাবলেট এবং মুখে খাবার দ্রবণ: এই দুইভাবে পাওয়া যায়। ঔষধটি অন্যান্য অ্যান্টিরেট্রোভাইরাল ঔষধের সাথে ব্যবহার হয় এবং এইচআইভি-১ সংক্রমণে ব্যবহৃত হয়। বস্তুত, অ্যাবাকাভির সবসময়েই অন্যান্য অ্যান্টিরেট্রোভাইরাল ঔষধের সাথে ব্যবহার করা উচিত, কারণ একক ঔষধ হিসেবে ব্যবহৃত হলে ভাইরাসের রেসপন্স কমে যায়।

পার্শ্বপ্রতিক্রিয়া

[সম্পাদনা]

সাধারল পার্শ্বপ্রতিক্রিয়া মাঝে রয়েছে: বমি বমি ভাব, মাথা ব্যথা, অবসাদ, বমি, হাইপারসেনসিটিভিটি, ডায়রিয়া, জ্বর/ কাঁপুনি, হতাশা, চামড়ায় ফুসকুড়ি, উদ্বেগ, ইত্যাদি।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. SFGate.com
  2. https://online.epocrates.com/noFrame/showPage.do?method=drugs&MonographId=2043&ActiveSectionId=5