অ্যামারিলো,_টেক্সাস | |
---|---|
শহর | |
সিটি অব অ্যামারিলো | |
![]() ২০১৮ সালে ডাউনটাউন | |
![]() উত্তরে পটার সহ পটার ও রান্ডাল কাউন্টির মধ্যে অবস্থান | |
টেক্সাস ও মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৫°১১′৫৭″ উত্তর ১০১°৫০′৪৩″ পশ্চিম / ৩৫.১৯৯১৭° উত্তর ১০১.৮৪৫২৮° পশ্চিম | |
রাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
রাজ্য | টেক্সাস |
কাউন্টি | পটার কাউন্টি ও রান্ডাল কাউন্টি |
সরকার | |
• ধরন | কাউন্সিল-ম্যানেজার |
• শাসক | সিটি কাউন্সিল |
• মেয়র | জিঞ্জা নেলসন (২০১৭ সালের মে মাস থেকে) |
• কাউন্সিলসদস্য ক্ষেত্র ১ | ইলাইন হেজেস (২০১৭ সালের মে মাস থেকে) |
• কাউন্সিলসদস্য ক্ষেত্র ২ | ফ্রেডা পাওয়েল (২০১৭ সালের মে মাস থেকে) |
• কাউন্সিলসদস্য ক্ষেত্র ৩ | ডাঃ এডি সয়ার (২০১৭ সালের মে মাস থেকে) |
• কাউন্সিলসদস্য ক্ষেত্র ৪ | হাওয়ার্ড স্মিথ (২০১৭ সালের মে মাস থেকে) |
আয়তন[১] | |
• শহর | ১০৩.৮৬ বর্গমাইল (২৬৮.৯৯ বর্গকিমি) |
• স্থলভাগ | ১০২.৩০ বর্গমাইল (২৬৪.৯৭ বর্গকিমি) |
• জলভাগ | ১.৫৬ বর্গমাইল (৪.০৩ বর্গকিমি) |
উচ্চতা | ৩,৬০৫ ফুট (১,০৯৯ মিটার) |
জনসংখ্যা (২০১০) | |
• শহর | ১,৯০,৬৯৫ |
• আনুমানিক (২০১৯) | ১,৯৯,৩৭১ |
• জনঘনত্ব | ১,৯৪৮.৮১/বর্গমাইল (৭৫২.৪৪/বর্গকিমি) |
• মহানগর | ৩,০৯,২৩৩ |
বিশেষণ | অ্যামারিলোয়ান |
সময় অঞ্চল | সিএসটি (ইউটিসি−৬) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিডিটি (ইউটিসি−৫) |
জিপ কোডসমূহ | ৭৯১০১–৭৯১১১, ৭৯১১৪, ৭৯১১৬–৭৯১২১, ৭৯১২৩–৭৯১২৪, ৭৯১৫৯, ৭৯১৬৩, ৭৯১৬৬–৭৯১৬৮, ৭৯১৭১–৭৯১৭২, ৭৯১৭৪, ৭৯১৭৮, ৭৯১৮২, ৭৯১৮৫, ৭৯১৮৭, ৭৯১৮৯ |
অঞ্চল কোড | ৮০৬ |
এফএডি কোড | ৪৮-০৩০০০[২] |
জিএনআইএস বৈশিষ্ট্য আইডি | ১৩৫১০৬৬[৩] |
ইন্টারস্টেটস | ![]() ![]() |
ইউ.এস. রুট | ![]() ![]() ![]() |
প্রধান রাজ্য মহাসড়ক | ![]() ![]() |
ওয়েবসাইট | www |
অ্যামারিলো মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি শহর ও পটার কাউন্টির আসন। এটি টেক্সাসের ১৪তম জনবহুল শহর ও টেক্সাস প্যানহ্যান্ডেলের বৃহত্তম শহর।[৪] শহরের একটি অংশ রান্ডাল কাউন্টি জুড়ে বিস্তৃত। অ্যামারিলোর আনুমানিক জনসংখ্যা ২০১৯ সালের হিসাবে ১,৯৯,৩৭১ জন।[৫] ২০১৯ সাল পর্যন্ত আমেরিলো মহানগর অঞ্চলটির জনসংখ্যা ২৬৯,৪৪৭ জন[৬] ও অ্যামারিলো-পম্পা-বার্গার সম্মিলিত পরিসংখ্যানগত অঞ্চলের জনসংখ্যা ৩,০৮,০৬৪ জন ছিল।[৭]
মূলত ওনিডা নামের অ্যামারিলো শহরটি ল্লানো এস্তাকাদো অঞ্চলে অবস্থিত।[৮] ফোর্ট ওয়ার্থ ও ডেনভার সিটি রেলপথ দ্বারা সরবরাহিত রেল ও পণ্য পরিবহন পরিষেবার প্রাপ্যতা ১৯শতকের শেষদিকে গবাদিপশু বিপণনের কেন্দ্র হিসাবে শহরটির বৃদ্ধিতে অবদান রেখেছিল।[৯]
দেশের অন্যতম উত্পাদনশীল হিলিয়াম ক্ষেত্রের অবস্থানের কারণে অ্যামারিলো একসময় স্ব-ঘোষিত "বিশ্বের হেলিয়াম রাজধানী" ছিল।[১০] শহরটি "টেক্সাসের ইয়েলো রোজ" নামেও পরিচিত (শহরটি হলুদ বর্ণের স্প্যানিশ শব্দ থেকে এই নামটি গ্রহণ করে)[১১] এবং অতি সম্প্রতি ভি-২২ অস্প্রিড বিমান সংস্থার যন্ত্রাংশ সংযোজন কেন্দ্রের জন্য "রটার সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র" নামে পরিচিতি পায়। আমারিলো আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম মাংস-প্যাকেটজাতকারী অঞ্চল পরিচালনা করে। প্যানটেক্সে দেশের একমাত্র পারমাণবিক অস্ত্র সংযোজন এবং বিযুক্তকরণের সুবিধা রয়েছে, এটি শহরের একটি বৃহৎ নিয়োগকারী সংস্থা। এই সুবিধার অবস্থান শহরটিকে "বোম সিটি" ডাকনাম অর্জন করতে সহায়তা করে।[১২]