অ্যালান বর্ডার পদক | |
---|---|
বিবরণ | সবচেয়ে অনুপ্রেরণাদানকারী বর্ষসেরা অস্ট্রেলীয় ক্রিকেটার |
দেশ | অস্ট্রেলিয়া |
পুরস্কারদাতা | ক্রিকেট অস্ট্রেলিয়া |
উপস্থাপক | জেসন রিচার্ডসন অ্যাবে জেলমি টিম লেন |
প্রথম পুরস্কৃত | ২০০০ |
সর্বশেষ পুরস্কৃত | বর্তমান |
বর্তমানে আধৃত | প্যাট কামিন্স (২০১৯) |
সর্বাধিক পুরস্কার | রিকি পন্টিং (৪) মাইকেল ক্লার্ক (৪) |
টেলিভিশন/রেডিও কভারেজ | |
নেটওয়ার্ক | ফক্স ক্রিকেট সেভেন নেটওয়ার্ক |
অ্যালান বর্ডার পদক (ইংরেজি: Allan Border Medal) অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবচেয়ে মর্যাদাজনক ব্যক্তিগত পুরস্কাররূপে গণ্য করা হয়। এ পদকটি ২০০০ সালে প্রবর্তিত করা হয়। সাবেক ও বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক অ্যালান বর্ডারের কীর্তিগাঁথাকে তুলে ধরতে এ পদকের নামকরণ করা হয়েছে। অ্যালান বর্ডারের সময়কালীন বিখ্যাত ক্রিকেটার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আম্পায়ারদের ভোটের এ পদক প্রদান করা হয়। ৩-২-১ ভিত্তিতে প্রতি খেলা শেষে একদিনের আন্তর্জাতিক ও টেস্ট খেলোয়াড়দেরকে পুরস্কার বিজয়ী হবার সমান সুযোগের জন্য মূল্যায়ন করা হয়।
অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত নতুন সদস্যগণ অ্যালান বর্ডার পদক প্রদানের রাত্রিকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানটি মেলবোর্নের ক্রাউন ক্যাসিনোতে অনুষ্ঠিত হয়। সাধারণতঃ প্রতি বছরের জানুয়ারির শেষদিনে অথবা ফেব্রুয়ারির প্রথমদিনে আয়োজন করা হয়। কিন্তু ২০১৪ ও ২০১৭ সালের পদক প্রদান অনুষ্ঠানটি প্রথমবারের মতো মেলবোর্নের বাইরে সিডনিতে অনুষ্ঠিত হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় এবং ডিজিটাল চ্যানেল ৯জিইএমের স্ক্রিনে প্রদর্শন করা হয়।
পাঁচজন খেলোয়াড় একবারের অধিক পুরস্কার জয়ে সক্ষমতা প্রদর্শন করতে পেরেছেন। রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক সর্বাধিক চারবার এ পুরস্কার পেয়েছেন। তন্মধ্যে, ২০০৯ সালে তারা যৌথভাবে পুরস্কার লাভ করেন।[১] অন্য একাধিক বিজয়ী হচ্ছেন শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ২০১১ সালে ওয়াটসন সর্বাধিক ২৯৬ ভোট পান যা ১০০ ভোটের অধিক ব্যবধান ছিল।[২][৩]
পদক বিজয়ীদের তালিকা নিম্নরূপ:
উৎস:[৪]
*অ্যালান বর্ডার পদকে কোন সংখ্যা গণনা করা হয়নি
জয় | খেলোয়াড় | সাল |
---|---|---|
৪ | রিকি পন্টিং | ২০০৪, ২০০৬, ২০০৭, ২০০৯ |
মাইকেল ক্লার্ক | ২০০৫, ২০০৯, ২০১২, ২০১৩ | |
২ | শেন ওয়াটসন | ২০১০, ২০১১ |
ডেভিড ওয়ার্নার | ২০১৬, ২০১৭ | |
স্টিভ স্মিথ | ২০১৫, ২০১৮ |
উৎস:[৪]
জয় | খেলোয়াড় | সাল |
---|---|---|
৪ | কারেন রোল্টন | ২০০২, ২০০৩, ২০০৫, ২০০৬ |
শেলি নিটসকে | ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ | |
৩ | মেগ ল্যানিং | ২০১৪, ২০১৫, ২০১৭ |
২ | লিজা স্থালেকর | ২০০৭, ২০০৮ |
এলিসি পেরি | ২০১৬, ২০১৮ |
পুরস্কার প্রদানের রাতে অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে:
শেন ওয়াটসন সর্বমোট সাতবার পুরস্কার পেয়েছেন। এ সংখ্যাটি অন্য যে-কোন খেলোয়াড়ের চেয়ে বেশি। একমাত্র খেলোয়াড় হিসেবে পুরুষ বিভাগে তিনি সকল স্তরে ও সকল প্রধান পাঁচটি পুরস্কার পেয়েছেন।[৫] একই বছরে অ্যালান বর্ডার পদকসহ তিনজন খেলোয়াড় তিনটি প্রধান পুরস্কার পেয়েছেন। তারা হলেন - ২০০৭ সালে রিকি পন্টিং, ২০১১ সালে শেন ওয়াটসন ও ২০১৫ সালে স্টিভ স্মিথ।
উৎস:[৪]
জয় | খেলোয়াড় | সাল |
---|---|---|
৪ | মাইকেল ক্লার্ক | ২০০৯, ২০১২, ২০১৩, ২০১৪ |
৩ | রিকি পন্টিং | ২০০৩, ২০০৪, ২০০৭ |
২ | স্টিভ স্মিথ | ২০১৫, ২০১৮ |
উৎস:[৪]
১ ২০০৬ সালের বর্ষসেরা একদিনেনর আন্তর্জাতিক খেলোয়াড় নির্ধারণে অ্যান্ড্রু সাইমন্ডস, মাইকেল হাসি, ব্রেট লি ও অ্যাডাম গিলক্রিস্ট ২২ ভোট করে পান। পুণঃগণনাকালে মাঠে খারাপ আচরণে দায়ে ২ খেলায় নিষিদ্ধঘোষিত অ্যান্ড্রু সাইমন্ডসকে বাদ দেয়া হয়। দ্বিতীয় গণনায় মাইকেল হাসিকে বিজয়ী ঘোষণা করা হয়।
জয় | খেলোয়াড় | সাল |
---|---|---|
৩ | শেন ওয়াটসন | ২০১০, ২০১১, ২০১২ |
২ | অ্যাডাম গিলক্রিস্ট | ২০০৩, ২০০৪ |
রিকি পন্টিং | ২০০২, ২০০৭ | |
ডেভিড ওয়ার্নার | ২০১৭, ২০১৮ |
উৎস:[৪]
১২০১৫ সালে একটিমাত্র টি২০আই অনুষ্ঠিত হওয়ায় পুরস্কার প্রদান করা হয়নি।
জয় | খেলোয়াড় | সাল |
---|---|---|
৩ | শেন ওয়াটসন | ২০১২, ২০১৩, ২০১৭ |
২ | অ্যারন ফিঞ্চ | ২০১৪, ২০১৮ |
২ | গ্লেন ম্যাক্সওয়েল | ২০১৫, ২০১৯ |
উৎস:[৪]
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অল-রাউন্ডার বেটি উইলসনের সম্মানার্থে ৫ ডিসেম্বর, ২০১৫ তারিখের পূর্বেকার অনূর্ধ্ব-২৫ বছর বয়সী ও ১০ বা কম খেলায় অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়:[৬]
উৎস:[৪]
উৎস:[৪]
জয় | খেলোয়াড় | সাল |
---|---|---|
৩ | ড্যারেন লেহম্যান | ২০০০, ২০০১, ২০০২ |
২ | মাইকেল ক্লিঙ্গার | ২০০৯, ২০১০ |
ক্যামেরন হোয়াটই | ২০১৪, ২০১৭ |
উৎস:[৪]