এই নিবন্ধটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা প্রয়োজন। এই নিবন্ধটি ইংরেজি ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ইংরেজি ভাষার ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরি করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে। এই নিবন্ধটি পড়ার জন্য আপনি গুগল অনুবাদ ব্যবহার করতে পারেন। কিন্তু এ ধরনের স্বয়ংক্রিয় সরঞ্জাম দ্বারা অনুবাদকৃত লেখা উইকিপিডিয়াতে সংযোজন করবেন না, কারণ সাধারণত এই সরঞ্জামগুলোর অনুবাদ মানসম্পন্ন হয় না। |
অ্যালিস ম্যালসিনিয়র ওয়াকার (ইংরেজি ভাষায়: Alice Malsenior Walker) (জন্ম: ৯ই ফেব্রুয়ারি, ১৯৪৪) মার্কিন লেখিকা এবং নারীবাদী। তিনি feminist এর বদলে womanist শব্দটি বেশি পছন্দ করেন। প্রশংসিত উপন্যাস দ্য কালার পার্পল রচনার জন্য ১৯৮৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।[১][২][৩] এই উপন্যাস থেকে পরবর্তীকালে স্টিভেন স্পিলবার্গ চলচ্চিত্র নির্মাণ করেন।